বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

নাচোলে লড়াই হবে নৌকা-রেলইঞ্জিনে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভা নির্বাচন। পঞ্চম ধাপের এ নির্বাচন ঘিরে প্রচার-প্রচারণায় সরগরম পুরো এলাকা। ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। পৌরসভার বিভিন্ন রাস্তাসহ পোস্টারে পোস্টারে অলিগলি ছেয়ে গেছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় চলছে প্রচার-প্রচারণা। জয়ী হতে প্রার্থীরা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। ভোটারদের মন জয় করতে প্রার্থীরা ছুটছেন বিভিন্ন মহল্লাসহ বাড়িতে বাড়িতে। ভোটাররা বলছেন, যিনি এ পৌরসভাকে আধুনিকভাবে গড়ে তুলবেন। তাকেই ভোট দিবেন। জানা গেছে, এ পৌরসভায় ১৫ হাজার ৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৭ হাজার ২৪০ জন ও নারী ভোটার রয়েছেন ৭ হাজার ৭৬৮ জন। পৌর নির্বাচনে মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগ, বিএনপি ও ২জন স্বতন্ত্র প্রার্থী। এরা হলেন, নৌকা প্রতীকের বর্তমান মেয়র আবদুর রশিদ খান ঝালু, ধানের শীষের মাসউদা আফরোজ হক শুচি, বিএনপির বিদ্রোহী মো. আমানুল্লাহ আল মাসুদ (স্বতন্ত্র) ও আওয়ামী লীগ বিদ্রোহী মো. রেজাউল করিম বাবু (স্বতন্ত্র)। সরেজমিন দেখা গেছে, নৌকা প্রতীকের প্রার্থী আবদুর রশিদ খান ঝালু পৌর এলাকার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন। এবারে পৌরসভাকে আধুনিকমানের গড়তে ও পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থী বলেন, বিগত নির্বাচনের সময় আমি ভোটারদের কাছে যা প্রতিশ্রুতি দিয়েছিলাম তা পূরণ করেছি।

 সিংহভাগই পূরণ করতে সক্ষম হয়েছি। অপরদিকে বিএনপির বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) রেল ইঞ্জিন প্রতীকের আমানুল্লাহ আল মাসুদ পৌর এলাকার বিভিন্ন স্থানে গিয়ে ভোটারদের সাথে কুশলবিনিময়ের পাশাপাশি ভোট চাইছেন। তিনি বলেন, গতবার তিনি অল্প ভোটের ব্যবধানে নৌকার প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন। অন্যদিকে বিএনপি’র ধানের শীষের প্রতীকের মাসউদা আফরোজ হক শুচির গণসংযোগ তেমন চোখে পড়েনি। তিনি অসুস্থতার কারণে রাজশাহীতে অবস্থান করছেন বলে জানা গেছে। এদিকে সাধারণ ভোটাররা বলছেন, তিনি এ অঞ্চলের মেয়ে হলেও বৈবাহিক সূত্রে কক্সবাজারে থাকেন। এর ফলে ভোটারদের মাঝে তেমন সাড়া নেই। অপর প্রার্থী চামচ প্রতীকের  মো. রেজাউল করিম বাবুর পোস্টার দেখা গেলেও তেমন গণসংযোগ নেই। এবার প্রথমবারের মতো এ পৌরসভায় ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট কেন্দ্র রয়েছে ১০টি।

সর্বশেষ খবর