বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

বাল্যবিয়ে প্রতিরোধে ব্রিগেড গঠন

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী বাজারস্থ পাঠাগারের উদ্যোগে বাল্যবিয়ে প্রতিরোধে ৮টি ব্রিগেড গঠন করা হয়েছে। উপজেলার বিভিন্ন স্কুলের ছাত্রীদের নিয়ে গঠিত পাড়াভিত্তিক এসব ব্রিগেড বাল্যবিয়ে প্রতিরোধে প্রশাসনকে সহায়তা ছাড়াও বাল্যবিয়ের কুফল সম্পর্কে জনসচেতনা সৃষ্টির কাজ করবে। প্রতিটি বিগ্রেডে ৬-৮ জন সদস্য এবং রয়েছে একজন দলনেতা। গতকাল   এক অনুষ্ঠানে এসব ব্রিগেড গঠনের ঘোষণা দেন সংগঠনের সভাপতি অধ্যাপক আব্দুল খালেক ফারুক। ব্রিগেডের সদস্য সুমনা আক্তার জানান, বাল্যবিয়ের বিরুদ্ধে সরকারের উদ্যোগ সত্ত্বেও নানাভাবে অপ্রাপ্ত বয়সের ছাত্রীদের বিয়ে দিচ্ছেন অভিভাবকরা।

এতে অকালেই অনেক মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন ভেঙে যাচ্ছে। আব্দুল খালেক ফারুক জানান, গত এক সপ্তাহে দিশারীর খুদে পাঠকরা দুটি বাল্যবিয়ের ঘটনা প্রতিরোধ করেছে। আশা করা হচ্ছে এই ব্রিগেড বাল্যবিয়ে রোধে ফলপ্রসূ হবে এবং সারা বাংলাদেশে তা রোল মডেল হবে। তিনি উৎসাহী ছাত্রীদের প্রশিক্ষণ ও শিক্ষার উন্নয়নে এগিয়ে আসার জন্য সরকারি ও বেসরকারি সংস্থাকে আহ্বান জানান।

সর্বশেষ খবর