বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

মা ও শিশুকল্যাণ কেন্দ্র বেহাল

গাইবান্ধা প্রতিনিধি

বেহাল গাইবান্ধা মা ও শিশুকল্যাণ কেন্দ্র। গত ছয় মাসেও চিকিৎসক না থাকায় কার্যত কোনো সেবাই পাচ্ছে না কেন্দ্রে আগত রোগীরা। প্রতিদিন জেলা শহর ও গ্রামগঞ্জ থেকে আসা কয়েক শ গর্ভবতী, সাধারণ রোগী ও শিশু চিকিৎসাসেবা না পেয়ে ফিরে যাচ্ছেন কেন্দ্র থেকে। ফলে পোয়াবারো হয়েছে বেসরকারি ক্লিনিকগুলোর। তাদের নিয়োজিত দালালরা কেন্দ্রের গেট থেকেই রোগীদের নিয়ে যাচ্ছেন বিভিন্ন ক্লিনিকে। গাইবান্ধা পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা গেছে, গত ২০২০ সালের ১৮ আগস্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্রের গাইনি চিকিৎসক (মেডিকেল অফিসার-ক্লিনিক) আফসারী খানম বদলি হয়ে যান। তারপর সেই পদে ডা. সুলতানা আজরিন গত ৬ ডিসেম্বর কাগজপত্রে যোগদান করেই কর্মস্থল ত্যাগ করেন। তিনি পরবর্তীতে আর ফিরে না আসায় পদটি কার্যত বিগত আগস্ট মাস থেকেই শূন্য থেকে যায়। ফলে এখানে অপারেশন থিয়েটারও বন্ধ হয়ে গেছে। কোনো গর্ভবতীর সিজার হচ্ছে না।

 

সর্বশেষ খবর