বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

সরকারি গুদামে জমা পড়েনি এক মুঠো ধান

শ্রীমঙ্গল প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আমন সংগ্রহ অভিযানে এক মুঠো ধানও জমা পড়েনি সরকারি গুদামে। এ উপজেলায় আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা ৪৪২ মেট্রিক টন। সরকারি দাম মণপ্রতি ১ হাজার ৪০ টাকা। প্রথম তালিকাভুক্ত কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের সময় শেষ হয় ২৫ জানুয়ারি। এ সময় লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় ২৬ জানুয়ারি থেকে দ্বিতীয় তালিকার কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ দেওয়া ছিল খাদ্য মন্ত্রণালয়ের। চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ের সময়সীমা চললেও এখনো পুরোপুরি ফাঁকা সরকারি গুদাম। স্থানীয় কৃষক জানান, সরকার-নির্ধারিত মূল্যের চেয়ে আড়তে ধানের দাম বেশি। এ ছাড়া গুদামে ধানের আর্দ্রতা পরিমাপ, চিটা পরিষ্কার, লোড-আনলোড ও পরিবহন খরচ রয়েছে। এ ঝামেলার কারণে কৃষক গুদামমুখী না হয়ে আড়তে ধান বিক্রি করছেন। জানা যায়, ২০২০ সালের বোরো সংগ্রহের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ২০২০-২১ আমন মৌসুমের শুরুতে কৃষকের মধ্যে লটারি করে দুটি তালিকা করা হয়েছিল।

সর্বশেষ খবর