শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ছয় বছরেও সংস্কার হয়নি বাঁধ

নওগাঁ প্রতিনিধি

ছয় বছরেও সংস্কার হয়নি বাঁধ

আত্রাইয়ে বন্যায় ধসে যাওয়া বাঁধ -বাংলাদেশ প্রতিদিন

নওগাঁর আত্রাইয়ে ২০১৫ সালে পাহাড়ি ঢল ও বর্ষণের ফলে উপজেলার ছোট যমুনা নদীর তীরবর্তী ফুলবাড়ী বন্যানিয়ন্ত্রণ বাঁধ বিধ্বস্ত হয়। এরপর প্রায় ছয় বছর অতিবাহিত হলেও বাঁধটি মেরামত করা হয়নি। ফলে বৃষ্টি হলেই জলাবদ্ধতার শিকার হচ্ছে ফুলবাড়ী ও পূর্ব মিরাপুরের শত শত পরিবার। প্রতিবছর বর্ষা মৌসুমে ফুলবাড়ী, মির্জাপুর, নান্দাইবাড়ি, কৃষ্ণপুরসহ কয়েক গ্রামের মানুষ বন্যা কবলিত হয়ে পড়েন। এ ছাড়া রানীনগরের নান্দাইবাড়ী থেকে কৃষ্ণপুর হয়ে আত্রাইয়ের উদনপৈ পর্যন্ত বেড়িবাঁধটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

জানা যায়, ২০১৫ সালের ২৩ আগস্ট ভয়াবহ বন্যায় আত্রাইয়ের ফুলবাড়ী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভাঙার পর মির্জাপুর নামক স্থানে আত্রাই-নওগাঁ আঞ্চলিক সড়ক ধসে আশপাশের এলাকার সব ফসল তলিয়ে যায়। তখন প্রায় দুই মাস পর নামে বন্যার পানি। বাঁধটি ক্ষতিগ্রস্ত হওয়ার ছয় বছর পার হলেও সংস্কারের উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কেউ। এতে এলাকাবাসীর ভোগান্তি শুধু দীর্ঘায়িত হচ্ছে। রাইপুর, ডাঙ্গাপাড়া, ফুলবাড়ী, উদনপৈ, মিরাপুরসহ বিভিন্ন এলাকার মানুষকে সপ্তাহে শনি ও মঙ্গলবার ভবানীপুর-মির্জাপুর হাটে যাওয়ার জন্য এ পথ ব্যবহার করতে হয়। তাদের উৎপাদিত কৃষিপণ্য বাজারেও নিতে হয় এ পথ দিয়ে। বাঁধ বিধ্বস্ত হওয়ার পর থেকে তারা পণ্য বাজারে নিতে পারছেন না। মিরাপুর গ্রামের আবদুল কুদ্দুস ও ফুলবাড়ী গ্রামের জিতু ইসলাম জানান, সবাই আশ্বস্ত করেন কিন্তু আজও বাঁধটি মেরামত হলো না। নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার বলেন, বাঁধটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলা হয়েছে। আশা করি দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ খবর