শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

মিটার চুরির পর বিকাশে টাকা আদায়

গত ১৫ দিনে চুরি হয়েছে ১৮টি মিটার

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের পীরগঞ্জে গত ১৫ দিনে গভীর নলকূপ, চাতাল এবং স মিলের কমপক্ষে ১৮টি বৈদ্যুতিক মিটার চুরি হয়েছে। চোরদের দাবি অনুযায়ী বিকাশে টাকা দিয়ে মিটার ফেরত এনেছেন কেউ কেউ। চুরি যাওয়া মিটারের আওতাধীন অনেক কৃষক চলতি বোরো মৌসুমে পানি সেচ নিয়ে বিপাকে পড়েছেন। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি রাতে পীরগঞ্জ উপজেলার হরিপুর সিনিয়র মাদরাসা, হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও হরিপুর প্রাথমিক বিদ্যালয়ের তিনটি মিটার চুরি হয়। এর আগে ১৮ ফেব্রুয়ারি রাতে প্রাণনাথপুর, হরিপুর ও পঁচারপাড়া এলাকার মিজানুর রহমানের গভীর নলকূপের মিটার, হারুন মিয়ার একটি, কাইয়ুম মিয়ার দুটি, রঞ্জু মিয়ার একটি ও আবদুল জলিলের একটিসহ নয়টি গভীর নলকূপের বৈদ্যুতিক মিটার চুরি যায়। এ ব্যাপারে ১৯ ফেব্রুয়ারি পীরগঞ্জ থানায় পৃথক জিডি করা হয়েছে। এর এক সপ্তাহ আগে গুর্জিপাড়া বাজার থেকে আবদুল কাফি মিয়ার একটি, ফারুক মিয়ার একটি ও আবু তাহের মন্ডলের একটি চাতাল মিলের এবং জগদিশ চন্দ্রের স মিল, ইঞ্জিল মিয়া ও একরামুল মিয়ার গভীর নলকূপের মিটারও চুরি যায়। ভেন্ডাবাড়ী পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিস ইনচার্জ মমিমুল ইসলাম বলেন, অভিযোগের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। পীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবার রহমান জানান, মিটার চোরদের ধরতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ খবর