শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

নাটোরের হেলিপ্যাড এখন ট্রাকস্ট্যান্ড

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুর পৌরসদরে অবস্থিত হেলিপ্যাডটি রক্ষণাবেক্ষণের অভাবে অযন্ত-অবহেলায় অস্তিত্ব সংকটে পড়েছে। হেলিপ্যাডের জায়গা এখন ব্যবহার হচ্ছে ট্রাকস্ট্যান্ড হিসেবে।

এলাকাবাসী জানান, ১৯৮৮ সালের বন্যার পর তৎকালীন সরকার ক্ষতিগ্রস্তদের খোঁজখবর ও সহযোগিতার লক্ষ্যে হেলিকপ্টার নামানোর জন্য হেলিপ্যাড তৈরি করেছিলেন। সম্প্রতি উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে হেলিপ্যাডটিতে উপজেলা স্টেডিয়ামের জন্য নির্ধারিত স্থান হিসেবে সাইন বোর্ড টাঙানো হয়েছে। সম্প্রতি হেলিপ্যাডের জায়গার মাটি কেটে নিয়ে যাচ্ছে কিছু অসাধু লোক। দেখভালের অভাবে হেলিপ্যাডের ওপরই করা হয়েছে ট্রাকস্ট্যান্ড। সেখানে এখন নিয়মিত মাদক সেবনও চলে। তাই সেখানে শিশুপার্ক বা বিনোদন কেন্দ্র স্থাপনের দাবি এলাকাবাসীর।স্থানীয় পৌর কাউন্সিলর শেখ সবুজ বলেন, দীর্ঘদিন ধরে হেলিপ্যাডটির দুর্দশা দেখে আসছি। সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে জায়গাটি হারিয়ে যাওয়ার পথে। ইউএনও তমাল হোসেন বলেন, জায়গাটি যেহেতু সরকারি, তাই অ্যাসিল্যান্ডকে এ বিষয়ে প্রতিবেদন তৈরির জন্য বলা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) আবু রাসেল বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর