শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

প্রতিবন্ধীরা সম্পদে পরিণত হচ্ছে

-------------------- মির্জা আজম

জামালপুর প্রতিনিধি

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, একটা সময় কোনো পরিবারে প্রতিবন্ধী শিশুর জন্ম হলে বোঝা মনে করা হতো। লজ্জায় তাকে সমাজ থেকে আড়ালে রাখত পরিবারের সদস্যরাই। আর গরিব ঘরে প্রতিবন্ধী শিশুর জন্ম হলে তাকে দিয়ে করানো হতো ভিক্ষাবৃত্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে প্রতিবন্ধীরা এখন পরিবারের বোঝা নয়, সম্পদে পরিণত হচ্ছে। দেশব্যাপী প্রতিবন্ধীদের জন্য বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি, কর্মসংস্থানেরও ব্যবস্থা করে দিচ্ছেন শেখ হাসিনা। জামালপুরে সুইট বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয় পরিদর্শনকালে গতকাল মির্জা আজম এ কথা বলেন। সভাপতিত্ব করেন জামালপুর সুইট বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট এইচ আর জাহিদ আনোয়ার।

বক্তব্য রাখেন সুইট বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি জহায়েরুল ইসলাম মামুন, মহাসচিব ডা. অজন্তা রানী সাহা, অজয় কুমার দে প্রমুখ।

সর্বশেষ খবর