শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরে চলাচল অনুপযোগী একটি সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছেন স্থানীয় যুবকরা। স্বেচ্ছাশ্রমে ওই সড়কের মেরামত কাজ চলছে। এ কাজে অংশ নিয়েছেন এলাকার ২৫-৩০ জন তরুণ-যুবক।

জানা যায়, গত বছরের আগস্ট মাসে মেঘনা নদীর কয়েক দফা অস্বাভাবিক জোয়ারের পানিতে চর ফলকন ইউনিয়নের মাতাব্বরহাট সংলগ্ন মুক্তিযোদ্ধা নাছির সড়কটি ভেঙে যায়। জোয়ার ও অতিবৃষ্টিতে সড়কের ২০০ মিটার ভেঙে পড়ে যায় খালে। এতে চলাচল বন্ধ হয়ে ওই এলাকার মানুষ দুর্ভোগে পড়েন। সাত মাস পার হলেও সংশ্লিষ্ট কেউ সংস্কারের কেউ উদ্যোগ নেয়নি। স্থানীয়রা জানান, ওই সড়ক দিয়ে জাজিরা এলাকা ও পার্শ্ববর্তী সাহেবেরহাট ইউনিয়নের হাজার হাজার মানুষ চলাচল করেন। প্রতিদিন রিকশা, সিএনজিচালতি অটোরিকশা, মোটরসাইকেল যাতায়াত করত এ সড়কে। ভেঙে যাওয়ায় এ সব যান চলাচল বন্ধ হয়ে যায়। উপায় না পেয়ে স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে সড়কটি মেরামতের উদ্যোগ নেন। বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন বলেন, সড়কটি ভেঙে যাওয়ার পর সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে।

তারা সংস্কারের আশ্বাস দিলেও বাস্তবায়ন হয়নি। অবশেষে স্বেচ্ছাশ্রমে স্থানীয় যুবকরা মেরামত করছেন। তবে স্থায়ীভাবে মেরামতের দাবি জানান তিনি।

সর্বশেষ খবর