সোমবার, ১ মার্চ, ২০২১ ০০:০০ টা

রংপুরে পেট জোড়া লাগানো যমজ কন্যাশিশুর জন্ম

দায়িত্ব নিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

নজরুল মৃধা, রংপুর

রংপুরে পেট জোড়া লাগানো যমজ কন্যাশিশুর জন্ম

রংপুরে কৃষক দম্পতির ঘরে পেট জোড়া লাগানো যমজ কন্যাশিশুর জন্ম হয়েছে। শিশুটি দুটির জন্ম দিয়েছেন পীরগঞ্জ পৌরসভার গাড়াবেড় গ্রামের কৃষক রানু মিয়ার স্ত্রী রিতু বেগম। গত ২৪ ফেব্রুয়ারি পেট জোড়া লাগানো যমজ কন্যাশিশুর জন্ম দেন তিনি। রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে শিশু দুটির জন্ম হওয়ার পরপরই তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রমেক হাসপাতালের চিকিৎসকরা শিশু দুটির বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। রবিবার তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ওইদিন বিকাল ৩টায় তারা অ্যাম্বুলেন্সযোগে ঢাকার উদ্দেশে রওনা দেন। এদিকে হাসপাতালের সহকারী পরিচালক বলেছেন, জোড়া লাগানো শিশু দুটির বিষয়টি পীরগঞ্জ আসনের এমপি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নজরে এসেছে। বিষয়টি নিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, শিশু দুটির বিষয়ে আমি হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছিলাম। হাসপাতাল থেকে আমাকে বলা হয়েছিল, শিশু দুটিকে দুই থেকে তিন মাস পর্যবেক্ষণ করতে হবে। তার পরে অপারেশন করাতে হবে। দুই শিশুকে বাঁচাতে আমি যথাযথ সাহায্য করব। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও কথা বলব। জোড়া লাগানো শিশু দুটিকে অপারেশনের মাধ্যমে আলাদা করা খুব জটিল প্রক্রিয়া। অপারেশনের মাধ্যমে শিশু দুটিকে আলাদা করতে যা যা করণীয় তাই করা হবে। শিশু দুটিকে ঢাকায় নিয়ে এলে আমি আমার লোক পাঠিয়ে সার্বিক সহয়োগিতা করব। সব কিছু আল্লাহর হাতে। আল্লাহ যেন শিশু দুটিকে সুস্থ ও স্বাভাবিক করে দেন এজন্য দোয়া করছি। রিতু বেগমের ননদ আসমা বেগম জানান, তার ভাই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। দুই বছর আগে তার ভাই রিতু বেগমকে বিয়ে করেন। এটি তাদের প্রথম সন্তান। পেট জোড়া লাগানো যমজ শিশু দুটির ভবিষ্যৎ কী হবে এ নিয়ে তারা চিন্তিত।

 শিশু দুটিকে অপারেশনের মাধ্যমে পৃথক করানোর মতো আর্থিক সঙ্গতি তাদের নেই। শিশু দুটির প্রাণ বাঁচাতে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর হস্তক্ষেপ কামনা করেছেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোস্তফা জামান চৌধুরী জানান, জোড়া লাগানো শিশু দুটি হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল। তাদের ঢাকায় রেফার্ড করা হয়েছে।

সর্বশেষ খবর