সোমবার, ১ মার্চ, ২০২১ ০০:০০ টা

মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে বাদ

লালমনিরহাট প্রতিনিধি

আদিতমারী উপজেলার বালাপুকুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক লক্ষ্মীকান্ত রায়কে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে তার নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন। এ ঘটনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাকে। কভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের জন্য অনলাইন রেজিস্ট্রেশন করতেও পারছেন তিনি।  এ নিয়ে সদর উপজেলা নির্বাচন অফিসে অভিযোগ দিলে কর্তৃপক্ষ তাকে ‘ভোটার তালিকায় অন্তর্র্ভুক্ত নাম কর্তনের আবেদনপত্র’ ধরিয়ে দেয়। ওই  ভোটার তালিকায় অন্তর্ভুক্ত নাম কর্তনের আবেদনপত্রে তাকে মৃত দেখানো হয়েছে। মৃত্যুর তারিখ লেখা হয়েছে ২০১৪ সালের ৩ জুন। শিক্ষকের দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সদর উপজেলার কাকেয়টেপা গ্রামের হিরম্বচন্দ্র রায়ের ছেলে লক্ষ্মীকান্ত। মারা গেছেন মর্মে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত নাম কর্তনের আবেদনপত্রে তথ্য সরবরাহকারীর নাম লেখা রয়েছে  শ্রী মনমোহন রায়ের। স্থানীয় মোগলহাট ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, নাম কর্তনের আবেদনপত্রে তার স্বাক্ষর ও সিল জাল করা হয়েছে।

 তথ্য সংগ্রহকারী মোমিনুর রহমান জানান, তিনি অন্য ইউনিয়নের লোক। তথ্য সরবরাহকারীর তথ্যমতে লক্ষ্মীকান্ত রায়কে মৃত দেখানো হয়েছে। ওই নামে অন্য কেউ মারা যাওয়ায় এমন সমস্যা হয়েছে বলে তিনি দাবি করেন। সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আফতাবউজ্জামান বলেন, স্কুলশিক্ষকদের এই কাজে নিয়োগ দেয় উপজেলা নির্বাচন অফিস। সরবরাহ করা তথ্যের ওপর সুপারভাইজরগণ শতকরা ২৫ ভাগ যাচাই-বাছাই করে থাকেন। সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আজাদুল হেলাল জানান, ওই নামে অন্য এক লোক মারা যাওয়ায় ভুলবশত তার নাম আবেদনপত্রে মৃত হিসেবে দেখানো হয়েছে। অতিদ্রুত এই সমস্যা সমাধান করা হবে।

সর্বশেষ খবর