সোমবার, ১ মার্চ, ২০২১ ০০:০০ টা

টাকার হিসাব নিয়ে দফায় দফায় সংঘর্ষে আহত ৩০

সিরাজগঞ্জ প্রতিনিধি

মাদরাসার ক্যাশের হিসাব নিয়ে সিরাজগঞ্জের তাড়াশে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছেন। তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের দীঘিসগুনা গ্রামে গতকাল সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। ঘটনায় জড়িত সাতজনকে আটক করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, দীঘিসগুনা গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আফসার হোসেন এবং সাধারণ সম্পাদক ইদ্রিস গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে।

গতকাল সকালে ওই গ্রামের মাদরাসার ক্যাশের হিসাব-নিকাশ নিয়ে দুই পক্ষে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। দফায় দফায় চলা সংঘর্ষে দুই গ্রুপের অন্তত ৩০ জন আহত হন। আহতদের মধ্যে সাতজনকে ঢাকা ও বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলে আশিক জানান, সংঘর্ষের ঘটনায় জড়িত সাতজনকে আটক করা হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সর্বশেষ খবর