সোমবার, ১ মার্চ, ২০২১ ০০:০০ টা

গ্রেফতার এড়াতে পুকুরে ঝাঁপ

পাড়ে উঠে হৃদরোগে আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, যশোর

পুলিশের হাত থেকে গ্রেফতার এড়াতে পুকুরে ঝাঁপ দিয়েছিলেন কয়েকটি মাদক মামলার আসামি যশোরের শহরতলি শেখহাটি জামরুলতলার মনিরুল ইসলাম। অনেক চেষ্টার পর তাকে পানি থেকে তোলা হলে তিনি হৃদরোগে আক্রান্ত হন। বর্তমানে গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ইমরান বলেন, বেশ কয়েকটি মাদক মামলার আসামি মনিরুল তিন বছর ধরে পলাতক ছিলেন।

দুটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামিও তিনি। গতকাল যশোর আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে মনিরুল আদালত চত্বর থেকে দৌড়ে যশোর জেলা নির্বাচন অফিসের পেছন দিয়ে গিয়ে কালেক্টরেট পুকুরে ঝাঁপ দেন। এ সময় পুলিশ ও স্থানীয়রা অনেকক্ষণ ধরে তাকে বুঝিয়ে বিকাল সাড়ে ৫টার দিকে ডাঙায় তোলেন। সেখানে তিনি মোবাইল ফোনে কথা বলতে বলতে অজ্ঞান হয়ে যান। সঙ্গে সঙ্গে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামস বলেন, মনিরুল হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাকে সংশ্লিষ্ট ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। জরুরি ভিত্তিতে তার সিটি স্ক্যান ও এমআরআই পরীক্ষা করার সুপারিশ করা হয়েছে।

সর্বশেষ খবর