সোমবার, ১ মার্চ, ২০২১ ০০:০০ টা

জমি দখলকে কেন্দ্র করে হামলা

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও বিচার দাবি করেছে বাড়িছাড়া অসহায় এক পরিবারের সদস্যরা। জেলা শহরের তাঁতীপাড়ায় গতকাল সংবাদ সম্মেলন ডেকে এ দাবি জানান ভুক্তভোগীরা।

সন্ত্রাসী হামলার শিকার পরিবারের পক্ষে মাসুমা সুলতানা রত্না লিখিত বক্তব্য পাঠ করেন। এতে বলা হয়, গত ২৩ ফেব্রুয়ারি শহরের এসিল্যান্ড বস্তি এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে আদম আলী ও তার ছেলে শাকিল লোকজন নিয়ে রত্নাদের বাড়িতে হামলা চালায়।

 এতে পরিবারের কয়েকজন আহত হন। আহতদের সদর হাসপাতালে পাঠানো হয়। জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় আবারও শাকিল ও তার লোকজন রেজাউল, রুবেল ও রাজুর ওপর হামলা চালায়।  অথচ আদম আলী মিথ্যা মামলা দায়ের করে পুলিশ দিয়ে উল্টো আমাদের হয়রানি করছে। বসতবাড়িতে পরিবারের সদস্যরা প্রবেশ করতে গেলে প্রাণনাশের হুমকি দিচ্ছে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে জনতার সামনে তুলে ধরার অনুরোধ জানানোর পাশাপাশি প্রশাসনের কাছে হামলার বিচার ও নিরাপত্তা চায় ভিকটিম পরিবার।

সর্বশেষ খবর