সোমবার, ১ মার্চ, ২০২১ ০০:০০ টা

পরীক্ষার দাবিতে মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

জাতীয় বিশ্ববিদ্যালয় ঘোষিত নতুন পরীক্ষার সময়সূচি বাতিল, অনার্স ৪র্থ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ এবং ডিগ্রি ও মাস্টার্স পরীক্ষা মার্চের মধ্যে অনুষ্ঠানের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় আধাঘণ্টা অবরোধ করে রাখে। গতকাল সকালে গাজীপুরের বোর্ডবাজার এলাকায়  বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে রেখে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা।  বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীরা মার্চের মধ্যে পরীক্ষা গ্রহণের দাবি জানান। পরীক্ষার ব্যাপারে কোনো ইতিবাচক সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাদের দাবি থেকে সরে আসবে না বলে জানায় শিক্ষার্থীরা। এক পর্যায়ে আন্দোলনকারীদের মধ্য থেকে ৫ জনকে অফিসে ডেকে নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ সময় মার্চের মধ্যে পরীক্ষা নেওয়ার দাবিতে ভিসি বরাবর স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা। তবে দাবির ব্যাপারে কোনো ইতিবাচক আশ্বাস না পাওয়ায় দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে।

 আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় ফোনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান শিক্ষার্থীদের প্রতিনিধির সঙ্গে কথা বললে শিক্ষার্থীরা অবরোধ ও বিক্ষোভ সমাবেশ প্রত্যাহার করে। দাবির বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান বলেন, তাদের বাস্তবসম্মত কোনো প্রস্তাব যদি থাকে সেটা আমরা বিবেচনা করব।

সর্বশেষ খবর