মঙ্গলবার, ২ মার্চ, ২০২১ ০০:০০ টা

বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন : শামীম

শরীয়তপুর প্রতিনিধি

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। তাঁর নেতৃত্বেই দেশের সব শ্রেণির মানুষ ঐক্যবদ্ধ হয়ে দেশে স্বাধীনতা যুদ্ধ করেছিলেন। বঙ্গবন্ধু একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। আর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশ সেনাবাহিনী গঠন করেছিলেন। আর তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেনাবাহিনীকে বিশ্বমানের করতে কাজ করে যাচ্ছেন। আর বর্তমান সেনাবাহিনী দেশের সীমা অতিক্রম করে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে যাচ্ছে। গতকাল জেলার জাজিরা উপজেলার সেনানিবাসে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। এনামুল হক শামীম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশস্ত্র বাহিনীকে আধুনিকীকরণে বদ্ধপরিকর। ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীকে সর্বাধুনিকীকরণে সরকারের একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশ সশস্ত্র বাহিনী সারা বিশ্বে স্থান করে নেবে।

সর্বশেষ খবর