শিরোনাম
মঙ্গলবার, ২ মার্চ, ২০২১ ০০:০০ টা

ফেনী পৌর এলাকা সুন্দর করে তোলা চাই

-নিজাম হাজারী এমপি

ফেনী প্রতিনিধি

সংসদ সদস্য নিজামউদ্দিন হাজারী বলেছেন, ফেনী পৌরসভা এলাকাকে দুই মাসের মধ্যে সুষ্ঠু-সুন্দর ও সুশৃঙ্খল এলাকা রূপে গড়ে তুলতে হবে। এ জন্য আগামী দুই মাস পৌর কাউন্সিলরদের পৌরভবনে না এসে রাস্তায় থেকে মানুষের খেদমতে নিবেদিত হওয়ার নির্দেশ দেন তিনি। নিজাম হাজারী এমপি সোমবার নির্বাচিত পৌর কাউন্সিলরদের প্রথম সভায় বক্তৃতা করছিলেন। এতে সভাপতিত্ব করেন নবনির্বাচিত মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। নিজাম উদ্দিন হাজারী বলেন, মঙ্গলবার থেকে পৌর এলাকায় কোনো আটোরিকশা  চলবে না।

(টমটম) ও ব্যাটারি চালিত রিকশা চলতে দেওয়া যাবে না। বিভিন্ন সড়কের ফুটপাথসহ কোথায়ও কোনো অবৈধ দোকান, ফলের দোকান বসতে না দেওয়ার নির্দেশনা দেন তিনি। যে দোকানের সামনে ফুটপাথের দোকান বসানো হবে সে দোকানে এক মাসের জন্য তালা লাগিয়ে দেওয়ার পরামর্শ দিয়ে এমপি বলেন, কিছুতেই অবৈধ পার্কিং করতে দিবেন না। মোটরসাইকেল যেখানে সেখানে না রেখে পিটিআইর সামনে নির্ধারিত পার্কিংয়ে রাখতে জনসাধারণকে বাধ্য করতে হবে। নিজাম হাজারী বলেন, মেয়রের কোনো সিদ্ধান্তে তিনি হস্তক্ষেপ করবেন না। মেয়র স্বাধীনভাবে কাজ করবেন। নিজের বিবেক বুদ্ধি দিয়ে সব ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি মেয়রকে পরামর্শ দেন। তিনি বলেন ডিসি, এসপির পর মেয়রের স্থান। যে প্রোগ্রামে মেয়রকে এই মর্যাদা দেওয়া হবে না সেখানে যাবেন না। তিনি বলেন, শহর অবৈধ ফুটপাথ মুক্ত করলে, টমটম ও ব্যাটারি চালিত রিকশা বন্ধ করা হলে কিছু সংখ্যক গরিব মানুষের কষ্ট হবে কিন্তু তাতে কিছু করার নেই। শহরের সুন্দর পরিবেশের জন্য, শৃঙ্খলার সুবিধার্থে তা করতেই হবে। প্যানেল মেয়র : পৌর পরিষদের সর্বসম্মতিক্রমে কাউন্সিলর মফিজ উল্যাহ প্যানেল মেয়র-১, জয়নাল আবেদীন লিটন প্যানেল মেয়র-২, মঞ্জু রানী দেবী প্যানেল মেয়র-৩ (সংরক্ষিত নারী) নির্বাচিত হয়েছেন।

সর্বশেষ খবর