বুধবার, ৩ মার্চ, ২০২১ ০০:০০ টা

ওসি-এসআইর বদলি দাবি অর্ধশত নারীর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভা আওয়ামী লীগের নবনির্বাচিত মেয়র আব্দুর রশিদ খান ঝালুর ওপর পুলিশের হামলা, নিরপরাধ ১৪ জনকে গ্রেফতার এবং আওয়ামী লীগ সমর্থকদের বাড়িতে ভাঙচুরের প্রতিবাদে নাচোল থানার ওসি ও এক এসআইর বদলি এবং বিচার চেয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে। স্মারকলিপিতে ওসি সেলিম রেজা ও এসআই গোলাম রসুলের বদলিসহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল নইম মুন্নির নেতৃত্বে গতকাল অর্ধশতাধিক মহিলা ইউএনওর কাছে এই স্মারকলিপি দেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ২৮ ফেব্রুয়ারি পৌর নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুর রশিদ খান ঝালু বিজয়ী এবং বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম বাবু পরাজিত হন। এরপর থেকেই ঝালুসহ তার কর্মী-সমর্থকদের ওপর বিরাগভাজন হন বাবু। সোমবার সন্ধ্যায় মেয়র ঝালুর সমর্থক কে এ জোহা পলাশের সঙ্গে বাবুর সমর্থক উপজেলা বানী ইসরাইলের কথা কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর নবনির্বাচিত মেয়রসহ আওয়ামী লীগ নেতা-কর্মীরা নাচোল বাসস্ট্যান্ডের দিকে এলে পুলিশ তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।

পরে মেয়রসহ দলীয় লোকজন নাচোল বাজার হাটচাতালের পাশে জড়ো হলে পুলিশ সেখানেও লাঠিচার্জ করেন। এ ব্যাপারে ওসি সেলিম রেজার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

সর্বশেষ খবর