বুধবার, ৩ মার্চ, ২০২১ ০০:০০ টা

মাদক মামলার আসামি কাউন্সিলর নির্বাচিত

ঝিনাইদহ প্রতিনিধি

আদালতে বিচারাধীন পাঁচটি মাদক মামলার আসামি রুবেল হোসেন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে ২ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন তিনি। জানা যায়, দেশব্যাপী মাদকবিরোধী অভিযান শুরু হলে ক্রসফায়ারের ভয়ে দুই বছর ভারতে পালিয়ে ছিলেন রুবেল। ২০১৯ সালের ৫ মে শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে রুবেল ও তার চাচাতো ভাই সজল কালীগঞ্জ থানায় আত্মসমর্পণ করেন।  র‌্যাব ও পুলিশের ভাষ্যমতে বিভিন্ন সময়ে তার বাড়িতে পুলিশ, র‌্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর একাধিকবার অভিযান চালিয়ে মাদক উদ্ধার করেছে। মাদকদ্রব্য উদ্ধারের পর তার বিরুদ্ধে একে একে ৫টি মামলা হয়। রুবেল হোসেন তার হলফনামায়ও ৫টি মাদক মামলা থাকার কথা স্বীকার করেছেন।

এ বিষয়ে রুবেল হোসেন বলেন, ২০১৯ সালের ৫ মে পুলিশের কাছে আত্মসমর্পণের পর সবকিছু ছেড়ে দিয়ে তাবলীগ করেন তিনি। দ্বিনের দাওয়াত দেওয়ার কারণে মানুষ তাকে পচ্ছন্দ করে ভোট দিয়েছেন। কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, আদালত থেকে সাজাপ্রাপ্ত হলে তার মনোনয়ন বাতিল হতো। যেহেতু মামলাগুলো বিচারাধীন, সেহেতু তার প্রার্থী হতে বাধা ছিল না।

সর্বশেষ খবর