বুধবার, ৩ মার্চ, ২০২১ ০০:০০ টা

এক পলক

সড়ক দুর্ঘটনায় চাচা ভাতিজা নিহত

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বাসচাপায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছেন। গতকাল বিকালে ফলসাটিয়া এলাকায় এই দুঘটনা ঘটে। নিহতরা হলেন- ঘিওর উপজেলার কর্জনা বড়টিয়া গ্রামের আবদুল গনির ছেলে শফিকুল ইসলাম (৩৫) ও পরান প্রধানের ছেলে রাজেন মিয়া (৪৫)। তারা সম্পর্কে তারা চাচা ভাতিজা। হাইওয়ে পুলিশ জানায়, বিকালে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন শফিকুল ও রাজেন। পথে ঢাকাগামী একটি বাস তাদের চাপা দেয়। -মানিকগঞ্জ প্রতিনিধি

নারী খুনে গ্রেফতার ৪

কুমিল্লার মেঘনা উপজেলায় নাজমা বেগম (৫০) নামে এক নারীকে কুপিয়ে হত্যার ঘটনায় আরও চারজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে একজন হলেন আলোচিত এই হত্যা মামলার প্রধান আসামি ভাওরখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আব্বাসীর ভাই এয়ার হোসেন। অপর দুজন হলেন আব্বাসীর চাচাতো ভাই সাইদুল ও দেহরক্ষী আমান।  মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদ গতকাল বলেন, আমরা এখন পর্যন্ত এই হত্যা মামলায় নয়জনকে গ্রেফতার করেছি।-কুমিল্লা প্রতিনিধি

ট্রেনের যাত্রাবিরতি দাবি

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতিসহ ১০ দফা দাবিতে গতকাল অবস্থান ধর্মঘট পালন করা হয়েছে। অন্য দাবির মধ্যে রয়েছে, বগি বৃদ্ধি, জয়দেবপুর রেল ক্রসিংয়ে ওভার ব্রিজ নির্মাণ, জয়দেবপুর স্টেশনে আসন বৃদ্ধি, রেলজংশনকে আধুনিকায়ন। জয়দেবপুর রেল জংশনে গাজীপুর প্যাসেঞ্জার্স কমিউনিটি এ কর্মসূচির আয়োজন করে। সংগঠনের সভাপতি প্রকৌশলী সামসুল হক সভাপতিত্ব করেন।

-গাজীপুর প্রতিনিধি

হামলায় আহত ৪

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে বালু ফেলার জেরে প্রতিপক্ষের হামলায় এক পরিবারের চারজন আহত হয়েছেন। সোমবার রাতে জেলা সদরের পৌর এলাকার মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- পীযুষ, তার স্ত্রী রিতা রানী, ছেলে প্রাঞ্জন, কাজের বুয়া পুষ্প।

-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর