বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১ ০০:০০ টা

গৌরনদীতে দরপত্র ছাড়াই কাটা হচ্ছে বেড়িবাঁধের গাছ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

গৌরনদীতে দরপত্র ছাড়াই কাটা হচ্ছে বেড়িবাঁধের গাছ

বরিশালের গৌরনদী উপজেলার ভূরঘাটা-সমরসিংহ বেড়িবাঁধের সামাজিক বনায়নের সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। খাল পুনর্খননের মাটি বেড়িবাঁধের ওপর রাখার অজুহাতে স্থানীয় বন কর্মকর্তার মৌখিক নির্দেশে সামাজিক বনায়ন প্রকল্পের সভাপতির নেতৃত্বে শ্রমিকরা বেড়িবাঁধের একপাশের (রিভার সাইড) কয়েক শ গাছ কেটে নিচ্ছে বলে অভিযোগ রয়েছে। উপজেলা বন বিভাগ সূত্র জানায়, সামাজিক বনায়ন প্রকল্পের অধীনে ২০১০-১১ অর্থবছরে উপজেলার ভূরঘাটা বাসস্ট্যান্ড ব্রিজ থেকে সমরসিংহ পর্যন্ত তিন কিলোমিটার পাউবোর বেড়িবাঁধের দুই পাশে সামাজিক বনায়ন করার জন্য ২০১০ সালের জানুয়ারি মাসে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও উপজেলা বন বিভাগের সঙ্গে তিনটি সমিতির সামাজিক বনায়নের চুক্তি হয়। চুক্তি সম্পাদনের পর বন বিভাগের অর্থায়নে পৃথক তিনটি সমিতির উদ্যোগে ওই বছরের জুন মাসে বেড়িবাঁধের দুই পাশে বিভিন্ন প্রজাতির ১৪ হাজার গাছের চারা রোপণ করা হয়। সম্প্রতি উপজেলার ভূরঘাটা বাসস্ট্যান্ড ব্রিজ থেকে সালথা পর্যন্ত বেড়িবাঁধের এক পাশে (রিভার সাইড) সারি সারি গাছ কেটে নেয় একটি চক্র। এক কিলোমিটার বেড়িবাঁধে চার শতাধিক গাছ কেটে নেয় তারা।

সর্বশেষ খবর