শুক্রবার, ৫ মার্চ, ২০২১ ০০:০০ টা

সড়কে ঝরল শিশুসহ ১৩ প্রাণ

প্রতিদিন ডেস্ক

সড়কে ঝরল শিশুসহ ১৩ প্রাণ

নগরকান্দা পৌর মেয়রের পারিবারিক ছবি। এ ছবির দুজন এখন শুধুই স্মৃতি। মেয়র মৃত্যুশয্যায় -বাংলাদেশ প্রতিদিন

ফরিদপুরে বাস-মাইক্রো সংঘর্ষে নগরকান্দা পৌরসভার মেয়রের স্ত্রী ও ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন স্থানে সড়কে প্রাণ গেছে আরও আটজনের। প্রতিনিধিদের পাঠানো খবর-

ফরিদপুর প্রতিনিধি জানান, বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আওয়ামী লীগের নবনির্বাচিত মেয়র নিমাই চন্দ্র সরকারের  স্ত্রী সঞ্চিতা সরকার (৪৫), তার ছেলে গোবিন্দ চন্দ্র সরকার (২৫), নগরকান্দা পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল মাতুব্বর (৩৮) নগরকান্দা বাজারের ব্যবসায়ী পলাশ কাজী (২৮) ও বাসের হেলপার। এ দুর্ঘটনায় আহত মেয়রকে ওই রাতেই সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে ঢাকায় পাঠানো হয়েছে। তিনি ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি রয়েছেন। জানা গেছে, ভাঙ্গা উপজেলায় পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়ে রাত ৯টার দিকে নগরকান্দা ফেরার পথে কাইচাইল ইউনিয়নের কালিয়ার মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে সেটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। কুমিল্লা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা এলাকায় মাছবোঝাই পিকআপ দাঁড়িয়ে থাকা গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপের সামনে থাকা হেলপার ফয়সাল (২০) ও পিছনে থাকা মাছ বহনে সহযোগী হাবিবুর রহমান (৩৮) নিহত হন। তাদের বাড়ি রাজশাহীর বাগমারায়। এদিকে দেবিদ্বারের লক্ষ্মীপুর নামক স্থানে বাস-অটোরিকশা সংঘর্ষে আরিয়ান (৬) নামে এক শিশু প্রাণ হারায়। তার বাবা আক্তার হোসেন আহত হন। তারা উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের চরবাকর গ্রামের বাসিন্দা। এছাড়া একই উপজেলার রাঘবপুর গ্রামে খেলাচ্ছলে ইজিবাইক চালাতে গিয়ে সিফাত (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে তার নানী পারভীন আক্তারও আহত হন। এছাড়া পৃথক সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জের সলঙ্গায় শওকত আলী, নেত্রকোনার পূর্বধলায় হাবুল ফকির, মাগুরা-যশোর মহাসড়কের ভাবনহাটি  ঢাল এলাকায় বিল্লল কাজী ও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাসুদ রেজা বসুনিয়া নামে আরও চারজন প্রাণ হারান।

সর্বশেষ খবর