শুক্রবার, ৫ মার্চ, ২০২১ ০০:০০ টা

কুমিল্লা ইপিজেডে কর্মসংস্থান হবে ৫০ হাজার মানুষের

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা ইপিজেডে আরও ১২টি প্রতিষ্ঠান চালু হতে পারে। এসব প্রতিষ্ঠান চালু হলে এখানে কর্মসংস্থান হবে ৫০ হাজার মানুষের। কুমিল্লা জেলা তথা দেশের সার্বিক উন্নয়নে কুমিল্লা ইপিজেডের ভূমিকা শীর্ষক সাংবাদিকদের অবহিতকরণের লক্ষ্যে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বেপজার মহাব্যবস্থাপক (জনসংযোগ) নাজমা বিনতে আলমগীর। কুমিল্লা ইপিজেড কানফারেন্স রুমে গতকাল এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে বলা হয়, কুমিল্লা ইপিজেডে বর্তমানে ৩৪ হাজার ৫৪৩ জন কর্মরত আছেন। যার মধ্যে নারী ২০ হাজার ৮৯৭ এবং পুরুষ ১৩ হাজার ৬৪৬ জন। নারীর ক্ষমতায়নে এটা এক ধরনের বিপ্লব। নাজমা বিনতে আলমগীর জানান, বাংলাদেশের ছাড়াও চীন, তাইওয়ান, হংকং, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, জাপান, যুক্তরাজ্য, তুরস্ক, শ্রীলঙ্কা, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, কানাডা ও ইন্দোনেশিয়ার বিনিয়োগকারীরা কুমিল্লা ইপিজেডে বিনিয়োগ করছেন। এ সময় কুমিল্লা ইপিজেডের মহাব্যবস্থাপক জিল্লুর রহমানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর