শুক্রবার, ৫ মার্চ, ২০২১ ০০:০০ টা

নিঃসঙ্গ দাঁড়িয়ে সেতু

দিনাজপুর প্রতিনিধি

নিঃসঙ্গ দাঁড়িয়ে সেতু

নদীর মধ্যে নিঃসঙ্গ দাঁড়িয়ে আছে সেতু। দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি গ্রামের বালাবাড়ির ডাঙ্গায় বেলান নদীর ওপর সেতুটির অবস্থান। নির্মাণের প্রায় ৬ বছর পার হলেও সংযোগ সড়ক না থাকায় ওই সেতু ব্যবহার করতে পারেনি সাধারণ মানুষ। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের নিষ্ক্রিয় ভূমিকার কারণে আজও সংযোগ সড়কে মাটি ভরাট হয়নি। দুই থেকে আড়াই কিলোমিটার পথ ঘুরে এলাকার মানুষ বিকল্প পথে চলাচল করেন। জানা যায়, এলজিএসপি-২ এর আওতায় ২০১৩-১৪ এবং ২০১৪-১৫ অর্থ বছরে সেতুটি নির্মাণ করা হয়। সংযোগ সড়ক না থাকায় এবং মাটি ভরাট না করায় অব্যবহৃতই পড়ে আছে জনস্বার্থে নির্মিত সেতুটি।  খানসামা ইউএনও আহমেদ মাহবুব-উল-আলম জানান, স্থানীয়ভাবে যদি  সম্ভব হয়, তবে শিগগিরই সংযোগ সড়ক করে সেতু ব্যবহার উপযোগী করে দেব। তা না হলে এর সম্ভাব্যতা যাচাইয়ের পর পদক্ষেপ নেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর