শুক্রবার, ৫ মার্চ, ২০২১ ০০:০০ টা

হারিয়ে যাচ্ছে গ্রামীণ সৌন্দর্য

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলার গ্রামগঞ্জের রাস্তা দিয়ে চলার সময় চোখে পড়ে লাল ফুলের পাপড়ির নান্দনিক দৃশ্য। দূর থেকে মনে হয় কেউ লাল গালিচা বিছিয়ে রেখেছে। পথের ধারে গাছজুড়ে টকটকে লাল শিমুল ফুল। কোনো সুবাস না থাকলেও এর সৌন্দর্যে মুগ্ধ হন সবাই। গাছগুলোতে পাখি আর মৌমাছির আনাগোনা চোখে পড়ার মতো। ফাল্গুন মানেই যেন শিমুল ফুল। ডালে ডালে টকটকে লাল ফুল জানান দেয় বসন্তের আগমন। দেশের এমন কোনো গ্রাম নেই যেখানে শিমুল ফুলের দেখা মেলে না। বুধবার ঠাকুরগাঁওয়ের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা মেলে শিমুল ফুলের। কোথাও কোথাও যতদূর দৃষ্টি যায় শুধু লাল আর লাল।

গ্রামবাসীর ভাষ্য, কালের আবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রামীণ এই সৌন্দর্য। শিমুলগাছ সংরক্ষণে সরকারিভাবে কোনো কার্যক্রম নেই। বর্তমান প্রজন্মের অনেক শিশু শিমুলগাছ ঠিক মতো চেনে না। শিমুলগাছ বিলুপ্তির কারণে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন স্বাস্থ্যসম্মত তুলা থেকে।

সর্বশেষ খবর