শনিবার, ৬ মার্চ, ২০২১ ০০:০০ টা

ফেরি স্বল্পতায় ভোগান্তি দৌলতদিয়া-পাটুরিয়ায়

রাজবাড়ী প্রতিনিধি

ফেরি স্বল্পতায় ভোগান্তি দৌলতদিয়া-পাটুরিয়ায়

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি স্বল্পতার কারণে যাত্রী ও যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা ফেরির অপেক্ষায় থেকে যাত্রী ও যানবাহন চালক-শ্রমিকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিহন কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ১৭টি ফেরি চলাচল করতো। সেখান থেকে দুটি আরিচা-কাজিরহাট রুটে যুক্ত রয়েছে। এ ছাড়া দুটি বিকল হওয়ায় ফেরি স্বল্পতা সৃষ্টি হয়েছে। গতকাল বিকালে রাজবাড়ীর দৌলতদিয়া গিয়ে দেখা যায়, এ ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের তিন কিলোমিটার পর্যন্ত যাত্রীবাহী বাস ও পণ্যবাহী পরিবহন পারাপারের অপেক্ষায় আছে। রাজবাড়ী ট্রাফিক ইন্সপেক্টর মাসুদুর রহমান মৃধা বলেন, দৌতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি স্বল্পতার কারণে যানাবাহন পারাপারে মারাত্মকভাবে বিঘ্ন ঘটছে। দৌলতদিয়ায় পারাপারের অপেক্ষায় রয়েছে চার শতাধিক যানবাহন। সন্ধ্যার পর থেকে পণ্যবাহী ট্রাক এবং নৈশকোচের সংখ্যা বাড়বে তখন ভোগান্তিও বাড়বে। ট্রাকচালক রফিকুল ইসলাম বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যখন ১৭টি ফেরি চলাচল করতো যতক্ষণই পারাপারে ভোগান্তি লেগে থাকতো। এই সংখ্যা আরও এক-দুটি বৃদ্ধির প্রয়োজনীয়তা ছিল। কর্তৃপক্ষ সেটি না করে দুটি ফেরি অন্য রুটে সরিয়ে নেওয়ায় এবং দুটি বিকল হওয়ায় এই রুটে চলাচলকারীদের ভোগান্তি বেড়েছে। হানিফ পরিবহনের যাত্রী শহিদুল ইসলাম বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া রুটে বছরের বেশিরভাগ সময় ভোগান্তি পোহাতে হয়। বর্তমানে ফেরি বিকল হয়ে যাওয়ার কারণে আমাদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।

বিশেষ করে যাত্রীদের নানা কথা শুনতে হয়। এ ছাড়া আমরা শিডিউল সঠিক রেখে বাস চলাচল করতে পারছি না। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডবিøউটিসি) উপমহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, দুটি ফেরি বিকল রয়েছে এ ছাড়া দুটি অন্য রুটে চলাচল করার কারণে সংকট সৃষ্টি হয়েছে। আজ (শনিবার) একটি ফেরি এ রুটে যুক্ত হওয়ার কথা রয়েছে। ১৪টি ফেরি চলাচল করলে ঘাটের পরিবেশ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

সর্বশেষ খবর