শনিবার, ৬ মার্চ, ২০২১ ০০:০০ টা

সাংবাদিক জামাল হত্যার আজ ১৪ বছর

রাঙামাটি প্রতিনিধি

সাংবাদিক জামাল হত্যার আজ ১৪ বছর

দীর্ঘ ১৪ বছরেও হয়নি রাঙামাটির সাংবাদিক মো. জামাল উদ্দীন হত্যার বিচার। কোনো কূলকিনারা হয়নি আলোচিত এ হত্যা মামলার। গ্রেফতার করা হয়নি আসামিও। এমন উদ্বেগ প্রকাশ করেছেন রাঙামাটির সাংবাদিক সমাজ। আজ সাংবাদিক জামাল উদ্দীনের ১৪তম শাহাদাৎবার্ষিকী। এ উপলক্ষে জামালের পরিবার আয়োজন করেছে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের। রাঙামাটি প্রেস ক্লাব আজ হত্যাকাণ্ডের বিচার চেয়ে মানববন্ধন কর্মসূচি পালন করবে। জামালের বোন ফাতেমা জান্নাত বলেন, ১৪ বছর পেরিয়ে গেলেও ভাইয়ের হত্যার বিচার পাইনি। বিচার পাব কিনা তা নিয়ে শঙ্কায় আছি।  তদন্তের পর তদন্ত হলো। কিন্তু জামাল হত্যাকান্ডের রহস্য উন্মোচন হলো না। ২০০৭ সালের ৫ মার্চ অপহরণ হন জামাল। ৬মার্চ লাশ মিলে জঙ্গলে। কে বা কারা তাকে অপহরণ করেছিল। তারাই হত্যা করেছে। কেন করেছে? কিছুই জানতে পারিনি আজও। শুধু এটা জানি আমার ভাই কখনো কোনো অপরাধ-অপরাধীর সঙ্গে আপোস করেননি। কারও ক্ষোভের শিকার হতে হয়েছে তাকে। বিচার না পেয়ে আমাদের পরিবার  আস্থার সংকটে।

আমাদের পরিবার বিচারের পথ চেয়ে অপেক্ষায় আছে।  প্রসঙ্গত, ২০০৭ সালে ৫ মার্চ নিখোঁজ হয় রাঙামাটির সাংবাদিক মো. জামাল উদ্দীন। এরপর ৬ মার্চ রাঙামাটি পর্যটন এলাকার হেডম্যান পাড়ার জঙ্গলে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সাংবাদিক জামাল সে সময় পার্বত্যাঞ্চলের একজন আলোকিত সাংবাদিক ছিলেন। তিনি মৃত্যুর আগর পর্যন্ত দৈনিক বর্তমান বাংলা, বার্তা সংস্থা আবাস ও বেসরকারি টেলিভিশন এনটিভিতে কর্মরত ছিলেন।

সর্বশেষ খবর