রবিবার, ৭ মার্চ, ২০২১ ০০:০০ টা

সয়াবিনের ওপর ভরসা কমাতে সূর্যমুখীর চাষ

নেত্রকোনা প্রতিনিধি

সয়াবিনের ওপর ভরসা কমাতে সূর্যমুখীর চাষ

মানুষের স্বাস্থ্যসম্মত ভোজ্য তেল খাওয়ার অভ্যাস করা এবং বিদেশনির্ভর সয়াবিন তেলের ওপর থেকে মানুষকে ফেরাতে সূর্যমুখী ফুলের আবাদ করা হচ্ছে নেত্রকোনার বিভিন্ন উপজেলায়। পরীক্ষামূলক এ আবাদের প্রাথমিক সফলতায় অনেক কৃষকই আগ্রহী হয়ে উঠছেন। প্রথমবারের মতো সূর্যমুখী ফুল চাষ করে ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছেন নেত্রকোনার বারহাট্টা উপজেলার কৃষক সবুজ মিয়া। তিনি কৃষি সম্প্রসারণ অধিদফতরের পরামর্শ ও সহযোগিতায় উপজেলায় সিংধা ইউনিয়নের ভাঠিপাড়ায় প্রায় ১০ একর জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেছেন। এ ছাড়াও তিনি পিঁয়াজ, ভুট্টা, আলুসহ বিভিন্ন জাতের সবজির আবাদ করেছেন। কৃষি বিভাগের পরামর্শে তিনি সূর্যমুখী ও বিভিন্ন জাতের সবজি আবাদের উদ্যোগ নেন। অন্যান্য সবজির পাশাপাশি সূর্যমুখীর আবাদে সফলতার পর অনেকেই এতে আগ্রহী হয়ে উঠছেন। বর্তমানে সবুজের বাগানে সূর্যমুখীর সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন ভিড় করছেন শত শত দর্শনার্থী। তার এই উদ্যোগে সৃষ্টি হয়েছে স্থানীয়দের কর্মসংস্থান। এই বাগানে ১৫ জন শ্রমিক কাজ করতে পারছেন।

সর্বশেষ খবর