রবিবার, ৭ মার্চ, ২০২১ ০০:০০ টা
মানববন্ধনে বক্তারা

সাংবাদিক জামাল হত্যা মামলার তদন্তে ব্যর্থ প্রশাসন

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে আলোচিত সাংবাদিক জামাল হত্যা মামলা তদন্তে প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেছেন গণমাধ্যাম কর্মীরা। গতকাল জেলা প্রশাসক কার্যালয় চত্বরে রাঙামাটি প্রেস ক্লাব আয়োজিত মানববন্ধনে তারা এ কথা বলেন। বক্তারা বলেন, জামাল হত্যাকান্ডে র দীর্ঘ ১৪ বছর পার হলেও খুনিদের বিচার করতে পারেনি প্রশাসন। একাধিক তদন্তেও তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। গণমাধ্যম কর্মীরা সঠিক নিরপেক্ষ তদন্তের মধ্য দিয়ে খুনিদের বিচারের আওতায় আনার জন্য সরকারের কাছে দাবি জানান। তারা বলেন, গণমাধ্যমকর্মীরা হত্যা, নির্যাতন ও গুমের শিকার হচ্ছেন। সাংবাদিক হত্যার বিচার না হওয়ায় দেশের অন্য গণমাধ্যমকর্মীরা নিরাপত্তাহীনতায় রয়েছেন।  রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সুশীল প্রসাদ চাকামরা সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক নন্দন দেবনাথ, মিল্টন বড়ুয়া, সৈকত রঞ্জন বড়ুয়া, সাংবাদিক জামালের ছোট বোন ফাতেমা জান্নাত মুমু প্রমুখ।

সর্বশেষ খবর