রবিবার, ৭ মার্চ, ২০২১ ০০:০০ টা

মুজিবনগরে নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক সংস্কার

মেহেরপুর প্রতিনিধি

মুজিবনগরে নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক সংস্কার

মেহেরপুর উপজেলার বিশ্বনাথপুর গ্রামে নিম্নমানের নির্মাণ সমগ্রী দিয়ে তৈরি হচ্ছে ৪৩০ মিটার সড়ক। তবে এ সড়ক কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে তৈরি হচ্ছে তা গ্রামবাসী, নির্মাণ শ্রমিক কেউ জানেন না।  ৪৩০ মিটার সড়কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি না থাকায় যেনতেনভাবে কাজ করছেন নির্মাণ শ্রমিকরা।  সরেজমিন দেখা গেছে, সংস্কারকৃত ৪৩০ মিটার সড়কের ডব্লিউবিএম করা হয়েছে নিম্নমানের খোয়া দিয়ে। সড়কের মাঝে একটি কালভার্ট নির্মাণ কাজ চলমান। কালভার্ট নির্মাণে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইট-বালু। বেইজ ঢালাই ও গাঁথুনির জন্য সেকেন্ড ঢালাই (চিকন) বালু ব্যবহার হচ্ছে। বালু-সিমেন্টের অনুপাতের ক্ষেত্রে সিমেন্টের ব্যবহার কম হচ্ছে বলে স্বীকার করেছে কাজের রাজমিস্ত্রী। কাজের সাইডে প্রকৌশল অফিসের তদারকি করা কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি। মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের সীমানায় নির্মাণাধীন এই সড়কের কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম ও কাজের মান নিয়ে কথা বলতে গেলে মুজিবনগর উপজেলা প্রকৌশলী শাহিন আক্তার নির্মাণ কাজ নিয়ে কথা বলতে রাজি হননি।

সর্বশেষ খবর