রবিবার, ৭ মার্চ, ২০২১ ০০:০০ টা

সাদুল্যাপুরে কৃষি জমির মাটি বিক্রির ধুম

গাইবান্ধা প্রতিনিধি

সাদুল্যাপুরে কৃষি জমির মাটি বিক্রির ধুম

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার হামিন্দপুর, মোল্লাপাড়া ও জামুডাঙ্গা গ্রামসহ বিভিন্ন এলাকায় ফসলি জমির মাটি কেটে বিক্রির ধুম পড়েছে। এতে হুমকিতে পড়েছে বাঁধ, বিদ্যুতের খুঁটিসহ আশপাশের আবাদি জমি। আবার মাটি বহনকারী ট্রাক্টরের রাতভর চলাচলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাদুল্যাপুর-নলডাঙ্গা পাকা সড়কসহ বিভিন্ন রাস্তা। একই সঙ্গে ধুলোবালি ও বিকট শব্দে অতিষ্ঠ হয়ে উঠছে জনজীবন। স্থানীয়রা জানান, রাতের আঁধারে স্থানীয় মাটি-বালু ব্যবাসায়ীদের একটি চক্র নামমাত্র মূল্য দিয়ে অনেকের জমি থেকে জোর করে মাটি কেটে নিয়ে যাচ্ছে। এমনকি ঘাঘট নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধের ভাঙা অংশ, নীলকান্তের ছড়া (খাস জমি) ও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো জমি থেকেও ৫-৬ ফুট গর্ত করে মাটি কেটে নিচ্ছে। এতে কৃষি জমি পুকুরে পরিণত হচ্ছে।

ভাঙনের মুখে পড়েছে আশপাশের জমি। এ ছাড়া ঘাঘট নদীর তীর ঘেঁষে ব্যক্তি মালিকানাধীন ফসলি জমি ছাড়াও নদীর তলদেশ এবং খাস জমি থেকে মাটি ও বালু তোলা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধিরা এসব দেখেও না দেখার ভান করছেন। সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নবীনেওয়াজ বলেন, কোনোভাবেই ফসলি জমির মাটি বিক্রি করা যাবে না। যারা অবৈধভাবে মাটি কেটে পাচার করছে তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর