রবিবার, ৭ মার্চ, ২০২১ ০০:০০ টা

সীমান্তে ৪৬ সাপসহ দুই সাপুড়ে গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম তিনবিঘা করিডোর সীমান্তে ভারত থেকে ৪৬টি সাপ নিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে দুই সাপুড়েকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শুক্রবার রাতে তাদের আটক করা হয়। পরে রাতেই বিজিবি বাদী হয়ে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করে তাদের পুলিশের নিকট হস্তান্তর করে। বিজিবি ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, পাটগ্রাম উপজেলার দহগ্রাম তিনবিঘা করিডোর সীমান্তের ৭ নম্বর মেইন পিলার ও ৩১ নম্বর সাব পিলারের পাশ দিয়ে ভারত থেকে ৪টি কাঠের বাক্সে বিভিন্ন প্রজাতির সাপ নিয়ে সাপুড়ে হামিদুল ইসলাম (২১) ও রাকিব (২৫) বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করে। আটককৃত সাপগুলোকে গতকাল জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের নিকট হস্তান্তর করা হয়েছে। এ সময় বিজিবি তাদের আটক করে ও তাদের কাছ থেকে বিভিন্ন জাতের ৪৬টি ছোট সাপ, পাথরের ১৪০টি  আংটি এবং চারটি মোবাইল উদ্ধার করে। হামিদুল ইসলাম ঢাকা সাভারের পোড়াবাড়ি এলাকার অপিকুল ইসলামের ছেলে।

 এবং রাকিব একই এলাকার সাত্তার মিয়ার ছেলে।

 দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন জানান, বিজিবি দহগ্রাম সীমান্তে থেকে দুই সাপুড়েকে ধরে থানায় দিয়েছেন বিষয়টি জেনেছি। এ বিষয়ে পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওরা বেদে সম্প্রদায়ের লোক। ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির হাতে আটক হন। তিনি আরও জানান, আটককৃতদের লালমনিরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর