সোমবার, ৮ মার্চ, ২০২১ ০০:০০ টা

ঐতিহাসিক ৭ মার্চ পালিত

ঝিনাইদহে সহস্র কণ্ঠে ধ্বনিত হলো বঙ্গবন্ধুর ৭ মার্চের কালজয়ী ভাষণ

প্রতিদিন ডেস্ক

ঐতিহাসিক ৭ মার্চ পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

গোপালগঞ্জ : টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। প্রথমে জেলা প্রশাসক সাহিদা সুলতানা, পরে জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, বিভিন্ন সংগঠন, গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ সর্বস্তরের সাধারণ মানুষ জাতির পিতার সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। বগুড়া : সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক জিয়াউল হকের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার আলী আশরাফ ভূঞার নেতৃত্বে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান। জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেনসহ প্যানেল চেয়ারম্যান ও সদস্যবৃন্দ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। কুমিল্লা : নগর উদ্যানের বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা, জেলা প্রশাসক আবুল ফজল মীর,  নবাগত জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান। এদিকে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী। সিরাজগঞ্জ : জেলা প্রশাসক কার্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ড. ফারুক আহমেদ, জেলা পুলিশ সুপার হাসিবুল আলম, সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না প্রমুখ। বিকালে জেলার সব থানায় ৭ মার্চ ও আনন্দ উদ্যাপন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া : শহরের বঙ্গবন্ধু স্কয়ারের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। চাঁপাইনবাবগঞ্জ : সকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় অফিসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে দলীয় নেতা-কর্মীরা জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। ঝিনাইদহ : ঝিনাইদহে সহস্র কণ্ঠে ধ্বনিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের কালজয়ী সেই ভাষণ। সকালে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। সেখানে খুদে বঙ্গবন্ধুদের মুখে উচ্চারিত হয় ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ কুড়িগ্রাম : সকালে স্বাধীনতার বিজয়স্তম্ভে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্র্পণ করে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, কুড়িগ্রাম প্রেস ক্লাবসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। নেত্রকোনা : সকালে শহরের মোক্তারপাড়া মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক কাজী আবদুর রহমান, পুলিশ সুপার আকবর আলী মুনসী, সাবেক কমান্ডার নুরুল আমিন প্রমুখ। পরে পাবলিক হলে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নরসিংদী : জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক। পরে ফুল দিয়ে আরও শ্রদ্ধা নিবেদন করেন জেলা পুলিশ, জেলার বীর মুক্তিযোদ্ধারা, আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন। লক্ষ্মীপুর :  সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাব প্রাঙ্গণে আমরা ক’জন মুজিব সেনার ব্যানারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। নোয়াখালী : দুুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। টাঙ্গাইল : জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক। দিবসটি উপলক্ষে জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন কর্মসূচি পালন করছে।

শেরপুর : সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জ : সকালে জেলা শহরের দলীয় কার্যালয়ের সামনে থেকে শহীদ রফিক সড়কে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এ ছাড়া জেলা আওয়ামী লীগের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উদ্যাপিত হয়েছে। হবিগঞ্জ : সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। নাটোর : দিবসটি উপলক্ষে গতকাল জেলায় চার হাজার শিক্ষার্থীর মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ করা হয়েছে। শ্রীমঙ্গল : উপজেলা পরিষদ মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপাধ্যক্ষ ড. মো. আবদুস শহীদ এমপি। ভালুকা : ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে ভালুকায় ‘আনন্দ উদ্যাপন’ হয়েছে। বিকালে ভালুকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেন ভালুকা মডেল থানা পুলিশ। সিদ্ধিরগঞ্জ : বিকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীস্থ র‌্যাব-১১ এর প্রধান কার্যালয়ে কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানটি পালন করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর