সোমবার, ৮ মার্চ, ২০২১ ০০:০০ টা

সড়কে ঝরল ৯ প্রাণ

প্রতিদিন ডেস্ক

সড়কে ঝরল ৯ প্রাণ

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। শনিবার রাত থেকে গতকাল বিকাল পর্যন্ত কক্সবাজার, কিশোরগঞ্জ, খুলনা, বগুড়া, নাটোর ও বরগুনায় এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-

কক্সবাজার : শহরের কলাতলী ডলফিন মোড়ে গতকাল ভোরে সিমেন্ট বোঝাই ট্রাকচাপায় আইনজীবীসহ তিন পথচারী নিহত হয়েছেন। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতরা হলেন, কলাতলী এলাকায় লাল মিয়ার স্ত্রী মোমেনা বেগম, বদরখালীর অ্যাড. ওসমান গনি ও ঢাকা উত্তরার সাহাদত হোসেন (৪৫)। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিশোরগঞ্জ : নতুন জেলখানার কাছে শনিবার রাতে ভৈরবগামী একটি ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আবদুল করিম (৬৫)। অপরদিকে, একই স্থানে ভৈরব থেকে আসা একটি মালবাহী পিকআপের সঙ্গে ট্রাকের সংঘর্ষে পিকআপ চালক মাসুদ ঘটনাস্থলেই মারা যান। আহত হন অপর একজন। খুলনা : শনিবার দিবাগত রাতে রূপসা বাইপাস এলাকার লবনচরা থানার কাছে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহতের নাম মোস্তাফিজুর রহমান মানিক (২৫)। তিনি রূপসার এলাহিপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে এবং বাংলাদেশ প্রতিদিনের খুলনা ব্যুরো প্রধান সামছুজ্জামান শাহীনের বড় শ্যালক। দুর্ঘটনায় গুরুতর আহত পিকআপ চালককে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে। বগুড়া : ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজাপুর এলাকায় গতকাল মালবাহী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি করা হয়েছে। হতাহতদের পরিচয় জানা যায়নি। নাটোর : সকালে লালপুর-ঈশ্বরদী সড়কের হলমোড় এলাকায় নসিমন চাপায় শাহিন কবির নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বাবু মোল্লা নামে মোটরসাইকেলের অপর যাত্রী আহত হয়েছেন। বরগুনা : জেলার হেউলিবুনিয়া মাদরাসার কাছে গতকাল টমটমের ধাক্কায় নাসির উদ্দীন মামুন (৩৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। তিনি বালিয়াতলী ইউনিয়নের পরীরখাল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর