সোমবার, ৮ মার্চ, ২০২১ ০০:০০ টা

এক পলক

৪০০ শিক্ষার্থীকে বাংলা অভিধান উপহার

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪০০ শিক্ষার্থীকে বাংলা অভিধান উপহার দেওয়া হয়েছে। উপজেলার ৪০টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার নবম এবং দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিধানগুলো উপহার দেন ইউএনও রুহুল আমীন। এ উপলক্ষে গতকাল দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠান আয়োজন করা হয়। এ সময় ইউএনও বলেন, মুজিববর্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচি উপলক্ষে ভাষার মাসে শুদ্ধভাবে বাংলা ভাষা চর্চা এবং শিক্ষার্থীদের নতুন নতুন বাংলা শব্দের সঙ্গে পরিচিতি হতে উৎসাহিত করতে অভিধান উপহার দেওয়া হয়েছে।

-নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

ইসলামী আন্দোলনের  তিন দিনের ওয়াজ

গাজীপুরের টঙ্গী মিরাশপাড়া নদী বন্দর এলাকায়  বাংলাদেশ ইসলামী আন্দোলন জেলা মুজাহিদ কমিটি ও টঙ্গীবাসীর যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল গতকাল থেকে শুরু হয়েছে। জেলার সর্ববৃহৎ  এ মাহফিলে চরমোনাই পীর মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিমসহ দেশবরেণ্য আলেম-ওলামাগণ ওয়াজ পেশ করবেন। গতকাল বয়ান পেশ করেন মাওলানা দেলোয়ার হোসেন তাহেরপুরী, মাওলানা  রেজাউল করিম আবরার, মাওলানা মুফতি হাবিবুল্লাহ সিরাজী ও হাফেজ মাওলানা নাসির উদ্দিন। তিন দিনব্যাপী জেলার সবচেয়ে বড় এ মাহফিলে ৫০  থেকে ৬০ হাজার ধর্মপ্রাণ মুসল্লির সমাগম হবে বলে মাহফিল ইন্তেজামিয়া কমিটি ধারণা করেন। আগত মুসল্লিদের খেদমতে প্রায় ৩০০ স্বেচ্ছাসেবী সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন। -টঙ্গী প্রতিনিধি

ডিজিটাল নিরাপত্তা  আইন বাতিলের দাবি

লেখক মুশতাক হত্যা, ঢাকায় প্রগতিশীল ছাত্র জোটের নেতা-কর্মীর ওপর হামলা ও গ্রেফতারের প্রতিবাদ এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন করেছে বাম গণতান্ত্রিক জোট। শহরের রঙমহলের সামনের সড়কে গতকাল ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তব্য রাখেন জেলা বামজোটের সমন্বয়ক ও জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, জেলা বাসদের সমন্বয়ক অ্যাডভোকেট শফীকুল ইসলাম, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সিরাজুল ইসলাম সাত্তার, সাধারণ সম্পাদক আব্দুর রহমান রুমী, সিপিবি নেতা আবুল হাসেম প্রমুখ। -কিশোরগঞ্জ প্রতিনিধি

মোটরসাইকেল চোর আটক

নেত্রকোনা জেলা শহরে মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য মাজাহারুল ইসলামকে (২৪) আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। গতকাল তাকে নেত্রকোনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান মডেল থানার এসআই নাজমুল হুদা। -নেত্রকোনা প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর