সোমবার, ৮ মার্চ, ২০২১ ০০:০০ টা

ধাইজান নদে সেতু চায় দুই ইউনিয়নের মানুষ

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী-চাঁদখানা ইউনিয়ন দুটিকে বিভক্ত করেছে ধাইজান নদ। নদটিতে একটি ব্রিজের অভাবে দুই ইউনিয়নের ২০ গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে। বেশি সমস্যার স্কুলগামী শিশু-কিশোর, বৃদ্ধ, মুমূর্ষু রোগী ও গর্ভবতী মায়েরা। পাশাপাশি ফায়ার সার্ভিসের গাড়ি, অ্যাম্বুলেন্স যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছাতে পারে না। বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে গিয়ে মাঝেমধ্যে দুর্ঘটনার কবলে পড়ছে পথচারীরা। দুর্ভোগ লাঘবে আর প্রতিশ্রুতি নয়, এবার একটি সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। জানা যায়, ধাইজান নদের ঘাটে সেতু না থাকায় ৫০ বছর ধরে বাসিন্দারা নিজ উদ্যোগে সাঁকো তৈরি করে পারাপার হচ্ছে। গ্রামবাসী প্রতি বছর যে সাঁকোটি নির্মাণ করে তা বর্ষা মৌসুমে তলিয়ে বা ভেসে যায়। তখন সাঁকোর পুব পাড়ের শিক্ষার্থী ও জনসাধারণকে কিশোরগঞ্জ উপজেলায় যেতে ৮ কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরতে হয়। অথচ সাঁকো পেরিয়ে ২০০ গজ সামনে গেলে চাঁদখানা সরঞ্জাবাড়ী নগরবন পাকা সড়ক। এ সড়ক দিয়ে উপজেলা সদর মাত্র ৩ কিলোমিটার পথ। সরেজমিন গিয়ে দেখা যায় বাঁশের সাঁকোটি নড়বড়ে। এলাকাবাসী বাইসাইকেল, প্রয়োজনীয় মালামাল কাঁধে নিয়ে অতিসতর্কতায় সাঁকো পার হচ্ছে। বাহাগিলী মাছুয়াপাড়া গ্রামের আবদুস সামাদ বলেন, কৃষিপণ্য নিয়ে সাঁকো দিয়ে চলাচল করা যায় না। এ কারণে ৩ কিলোমিটার পথ ৮ কিলোমিটার ঘুরে যেতে বাধ্য হচ্ছেন তারা। এতে পণ্য পরিবহন খরচ বেড়ে যায়। কিশোরগঞ্জ উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম বলেন, ধাইজান নদের ঘাটে সেতু নির্মাণের বরাদ্দের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ঢাকায় পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে ওই স্থানে সেতু নির্মাণ করা হবে।

সর্বশেষ খবর