মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১ ০০:০০ টা

খানাখন্দে ভরা সড়ক

পিরোজপুর প্রতিনিধি

খানাখন্দে ভরা সড়ক

পিরোজপুরের ব্যবসাসমৃদ্ধ উপজেলা নেছারাবাদ। ব্যবসায়-বাণিজ্যের কারণে দীর্ঘদিন ধরে সারা দেশে বিশেষ পরিচিতি রয়েছে এ উপজেলাটির। তবে বর্তমানে এ উপজেলার অধিকাংশ রাস্তার অবস্থা বেহাল। খানাখন্দ আর ভাঙা রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। জানা যায়, পিরোজপুরের নেছারাবাদ উপজেলাটি নদীবেষ্টিত। ফলে উপজেলার অধিকাংশ রাস্তাগুলোই নদীর কাছাকাছি। নানাকারণে এ সব রাস্তাগুলো এখন খানাখন্দ আর ভেঙে গিয়ে চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। ফলে এসব রাস্তা দিয়ে চলাচলে ভোগান্তির শেষ নেই জনগণের। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ইন্দেরহাট থেকে জিরাবাড়ি হয়ে কলারদোয়ানিয়া রাস্তা চলাচলের অনুপযোগী। বলদিয়া ইউনিয়ন পরিষদ হয়ে ১৪ রশি রাস্তা, জগন্নাথকাঠি- বৈঠাকাঠ রাস্তা খানাখন্দে ভরা। ইন্দেরহাট থেকে সদর উপজেলার হুলারহাট রাস্তাটির বেহাল দশা। এছাড়া কৌড়িখাড়া হয়ে জনতাবাজার সড়কটি ভেঙে গিয়েছে নানা জায়গায়। এসব রাস্তা নিয়ে অভিযোগ ও ক্ষোভ রয়েছে স্থানীয়দের। তারা কাউকে দোষারূপ না করে সমস্যা সমাধানের জন্য সবার প্রতি দাবি জানান। উপজেলার বলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহিন আহমেদ জানান, কিছু কিছু রাস্তা বর্তমানে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী। এসব রাস্তা দিয়ে একটি রিকশা নিয়েও চলাচল করা যায় না। দৈহারী ইউনিয়নের চেয়ারম্যান প্রগতি রানী ম ল জানান, নদীবেষ্টিত উপজেলা হবার কারণে অনেক ট্রলার লঞ্চ চলাচল করে। ফলে পানির চাপে রাস্তা ভেঙে নদীতে চলে যায়। যদি গাইডওয়াল দেওয়া হয়, তবে রাস্তাগুলো দীর্ঘদিন টিকবে। একই কথা বলেন সারেংকাঠি ইউপি চেয়ারম্যান সায়েম আহমেদ। রাস্তাঘাট ভাঙা থাকার কারণে জনগণ ভোগান্তিতে পড়েছে। তাদের চলাচলে বিঘ্ন ঘটছে। এসব খালের পাড়ের রাস্তা পুনর্নির্মাণ করার সময় গাইডওয়াল দেওয়ার দাবি জানিয়েছি স্থানীয় সরকারের কাছে। স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) এর উপজেলা প্রকৌশলী মীর আলী সাকিরকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর