বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১ ০০:০০ টা

স্কুলঘর বিক্রি করলেন শিক্ষক, টাকা গেল কর্মকর্তার বিকাশে

কুষ্টিয়া প্রতিনিধি

রেজুলেশন, দরপত্র বা কোনো প্রকার নিয়মনীতি ছাড়াই কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শানপুকুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের পুরনো ভবন বিক্রির অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক হারুন-অর-রশিদের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষক বলেছেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার (এটিইও) সেলিনা খাতুনের নির্দেশে ঘর বিক্রি করা হয়েছে। ভবন বিক্রির টাকা থেকে ১৩ হাজার ৯০০ বিকাশের মাধ্যমে এটিইও স্যারকে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে জটিলতা সৃষ্টি হলে বিকাশের মাধ্যমে টাকা ফেরত দেন ওই শিক্ষা কর্মকর্তা। সহকারী শিক্ষা অফিসার সেলিনা খাতুন ভবন বিক্রির টাকা নেওয়ার কথা অস্বীকার করে বলেন, শিক্ষক হারুন তার কাছ থেকে জমি রেজিস্ট্রির জন্য টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা হারুন তাকে বিকাশে পাঠিয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, তিনি এ ব্যাপারে কিছ্ ুজানতেন না। গত ৭ মার্চ সকালে স্কুলে গিয়ে ভবন ভাঙা দেখতে পান। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীবুল ইসলাম বলেন, তিনি উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং কুমারখালী থানার ওসিকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশনা দিয়েছেন। জানা যায়, গত ৬ মার্চ সহকারী শিক্ষক হারুন অর রশিদ ও তার লোকজন প্রায় লাখ টাকা মূল্যের ভবন মাত্র ১৪ হাজারে বিক্রি করে দেন।

সর্বশেষ খবর