বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১ ০০:০০ টা

৯ ইটভাটাকে ৪৪ লাখ টাকা জরিমানা

কালিয়াকৈর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে পরিবেশ দূষণ ও ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনার দায়ে ৯টি ইটভাটা ভেঙে ৪৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।  পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় গতকাল অবৈধ ইটভাটাবিরোধী অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। পরে এসব ইটভাটা ভেকু দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ওই ৯টি ইটভাটা মালিককে মোট ৪৪ লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। এসময় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ। এসময় উপস্থিত ছিলেন- গাজীপুর পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন ও মমিন ভূঁইয়া। গাজীপুর র‌্যাব-১ ও পুলিশ সদস্যরা এ অভিযানে সহযোগিতা করেন।

সর্বশেষ খবর