শুক্রবার, ১২ মার্চ, ২০২১ ০০:০০ টা

সড়কে ছয় প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

সড়কে ছয় প্রাণহানি

সড়ক দুর্ঘটনায় গতকাল চাঁদপুর, গোপালগঞ্জ, গাইবান্ধা, কুমিল্লা, কিশোরগঞ্জ ও বগুড়ায় ছয়জন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-

চাঁদপুর : কচুয়া-গৌরীপুর আঞ্চলিক সড়কের হাটমুড়া এলাকায় গতকাল যাত্রীবাহী বাস ও অটোরিকশা সংর্ঘষে ঘটনাস্থলেই একজন নিহত ও দুজন আহত হয়েছেন। নিহত কবির হোসেন কচুয়ার বারৈয়ারা গ্রামের চান মিয়ার ছেলে। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। গোপালগঞ্জ : বাসের ধাক্কায় বায়েজিদ ফকির (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চর পাথালিয়া এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি একই এলাকায়। এ ঘটনায় এলাকাবাসী দুর্ঘটনাস্থলে গাছ কেটে ও গাড়ির টায়ার জ্বালিয়ে প্রায় ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। গাইবান্ধা : গোবিন্দগঞ্জ উপজেলার বানেশ্বর এলাকায় গতকাল শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি থেকে ছিটকে পড়ে রাব্বি মিয়া (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রাব্বি উপজেলার হামিদপুর চিত্তিপাড়ার লাল মিয়ার ছেলে। কুমিল্লা : দেবিদ্বারে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তিশা পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনায় মাহবুব আলম (২০) নামে এক যাত্রী নিহত হন। চালকসহ অন্তত ১৫ যাত্রী আহত হন। নিহতের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাঙ্গরায়।  বগুড়া : দুপচাঁচিয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক আরোহী নিহত হয়েছেন। গতকাল উপজেলার কাথহালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত  ইসাহাক আলী (৫৫) জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বাসিন্দা। কিশোরগঞ্জ : সদর উপজেলার পূর্ব বরাটি এলাকায় ট্রাক্টরচাপায় মাহিন নামে একজন নিহত এবং তার বড় ভাই ও বাবা আহত হয়েছেন।

নিহত মাহিন কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ গ্রামের লুৎফর রহমান দীপু মিয়ার ছেলে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর