সোমবার, ১৫ মার্চ, ২০২১ ০০:০০ টা

লক্ষ্মীপুরে আগুনে প্রতিবন্ধী নারীর মৃত্যু

প্রতিদিন ডেস্ক

লক্ষ্মীপুরে আগুনে প্রতিবন্ধী নারীর মৃত্যু

লক্ষ্মীপুরের রামগঞ্জে আগুনে পুড়ে মানসিক প্রতিবন্ধী এক নারীর মৃত্যু হয়েছে। এদিকে, কুমিল্লা, ঝিনাইদহ, গাজীপুর ও কক্সবাজারে পৃথক অগ্নিকান্ডে অন্তত ৮৪ ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এসব ঘটনায় অন্তত সাড়ে ১১ কোটি টাকার ক্ষতি হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

লক্ষ্মীপুর : রামগঞ্জে বৈদ্যুতিক শট সার্কিট থেকে বসত ঘরে আগুন লেগে মায়া আক্তার নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়েনের পূর্ব বিগা গ্রামে এ ঘটনা ঘটে।  এ সময় দুটি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। নিহত মায়া একই এলাকার মৃত সুজা মিয়ার মেয়ে। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে। অপরদিকে, রামগতি উপজেলার আলেকজান্ডার বাজারে অগ্নিকান্ডে ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার দিবাগত রাতে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। কুমিল্লা : কুমিল্লায় অগ্নিকান্ডে পুড়ে গেছে ৩০টি  দোকান। শনিবার রাতে আদর্শ সদর উপজেলার ক্যান্টনমেন্ট সংলগ্ন নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঝিনাইদহ : শনিবার রাতে অগ্নিকান্ডে দুই কৃষকের বসতভিটা পুড়ে ছাই এবং তিনটি গরু মারা গেছে।  কালিয়াকৈর (গাজীপুর) : উপজেলার রতনপুর এলাকায় অগ্নিকান্ডে ১৫টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল সকালে রতনপুর এলাকায় রুহুল আমিন ও হালিমের কলোনিতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। চকরিয়া (কক্সবাজার) : পেকুয়ায় চায়ের দোকানের চুলা থেকে সৃষ্ট আগুনে ছয়টি দোকানসহ একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার রাতে উপজেলার সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

 দক্ষিণ বটতলীয়াপাড়া স্টেশনে এ ঘটনা ঘটে।

সর্বশেষ খবর