শুক্রবার, ১৯ মার্চ, ২০২১ ০০:০০ টা

১২ আসামি শ্যোন অ্যারেস্ট

নোয়াখালী প্রতিনিধি

কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ, গোলাগুলির ঘটনায় পুলিশের করা বিস্ফোরক মামলায় গ্রেফতার ১২ আসামিকে বুরহান হত্যা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গতকাল আবেদন করলে বিচারক শুনানি শেষে তাদের শ্যোন অ্যারেস্টের আদেশ দেন।

 বিকালে আসামিদের আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়। আসামিরা হলেন ইউছুফ নবী বাহাদুর, আলমগীর হোসেন, রাহাত, আবদুল আমিন, আজিজুল হক মানিক, মোশারফ হোসেন, সুজায়েত উল্যা সবুজ, বিক্রমচন্দ্র ভৌমিক, ফয়সাল আলম টিটু, দেলোয়ার হোসেন, মাসুদুর রহমান ও সেলিম। প্রসঙ্গত, ১৯ ফেব্রুয়ারি আওয়ামী লীগের দুই পক্ষে গোলাগুলির ঘটনায় সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরসহ কয়েকজন গুলিবিদ্ধ হন। ২০ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বুরহান। এ ঘটনায় নিহতের বাবা ২৩ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জ থানায় মামলা করেন।

সর্বশেষ খবর