রবিবার, ২১ মার্চ, ২০২১ ০০:০০ টা

মৃত্যুর কারণ জানতে ফরেনসিক টেস্ট

সুন্দরবনের চরে বাঘের মরদেহ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের ভোলা নদীর চর থেকে উদ্ধার হওয়া মৃত রয়েল বেঙ্গল টাইগারের ময়নাতদন্ত গতকাল সকালে শরণখোলা রেঞ্জে সম্পন্ন হয়েছে। বাঘটির লিভার ও হার্ট পচে যাওয়ায় ময়নাতদন্তকালে বাঘটির মৃত্যুর সঠিক কারণ ফরেনসিক ল্যাবে পরীক্ষার জন্য ভিসেরা সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে শরণখোলা রেঞ্জ অফিসে বাঘটির মরদেহ মাটিচাপা দিয়ে রাখা হয়েছে।  শরণখোলা রেঞ্জের ধনচেবাড়িয়ার চরে গত শুক্রবার রাত ৮টার দিকে বনজীবীরা ওই মৃত বাঘ দেখতে পেয়ে সুন্দরবন বিভাগকে খবর দেয়। শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক জয়নুল আবেদীন বনরক্ষীদের  নিয়ে রাতেই বাঘের মৃতদেহ উদ্ধার করেন। জয়নুল আবেদীন জানান, মৃত বাঘের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। শরীরের কোনো অঙ্গও খোয়া যায়নি। ১৫ বছর বয়সী এই মাদী বাঘটি বার্ধক্যজনিত কারণে মারা যেতে পারে। মৃত্যুর সঠিক কারণ জানতে ভিসেরা ঢাকায় পাঠানো হবে।

সর্বশেষ খবর