রবিবার, ২১ মার্চ, ২০২১ ০০:০০ টা

হিলিতে দুর্ভোগ নিরসনে সড়ক অবরোধ

দিনাজপুর প্রতিনিধি

হিলিতে দুর্ভোগ নিরসনে সড়ক অবরোধ

দিনাজপুরের হিলি স্থলবন্দরের সরু সড়ক সম্প্রসারণ ও যানজট নিরসনের দাবিতে মানববন্ধন ও ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় সড়কের উভয় পাশে বিভিন্ন যানবাহন আটকে পড়লে তীব্র যানজটের সৃষ্টি হয়। এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত ও উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন। পরে স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিকের আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করেন তারা। গতকাল সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে কয়েক শ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ মানববন্ধন ও সড়ক অবরোধে অংশগ্রহণ নেন। এ সময় সংসদ সদস্য শিবলী সাদিক উপস্থিত সড়ক অবরোধকারীদের উদ্দেশে বলেন, আপনারা আন্দোলন প্রত্যাহার করেন। আমি স্থানীয় প্রশাসন, সড়ক কর্তৃপক্ষ ইউএনও এবং জেলা প্রশাসকের সঙ্গে বসে হিলির যানজট নিরসন এবং সড়ক প্রশস্তকরণের ব্যবস্থা করব।

উল্লেখ্য, দিনাজপুরের হিলি সীমান্তের শূন্যরেখা থেকে বাংলাদেশে প্রবেশে অপ্রশস্ত সড়কের কারণে স্থলবন্দর হিলিতে এমন যানজট লেগে থাকে। এ ছাড়াও হিলিতে বাংলা ট্রাকের কোনো টার্মিনাল নেই। সেই সঙ্গে বাইপাস কোনো সড়ক নেই। যে পথ দিয়ে অন্য যানবাহনগুলো চলাচল করতে পারে। ফলে হিলি পৌর এলাকায় যানজট নিত্যদিনই থাকে। যানজটের কারণে সঠিক সময়ে পণ্যবাহী ট্রাকগুলো বন্দরে প্রবেশ করতে পারছে না। ফলে ব্যাহত হয় আমদানি-রপ্তানি কার্যক্রম। যানজটের কারণে একদিকে যেমন আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অন্যদিকে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

সর্বশেষ খবর