সোমবার, ২২ মার্চ, ২০২১ ০০:০০ টা

সুন্দরবনে বিলুপ্ত প্রজাতির কচ্ছপ ডিম পেড়েছে ২৩টি

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে আরও একটি বিলুপ্ত প্রজাতির কচ্ছপ ‘বাটাগুর বাসকা’ ২৩টি ডিম পেড়েছে। শনিবার রাতে প্রজনন কেন্দ্রের পুকুর পাড়ে বালুর মধ্যে কচ্ছপটি ডিম পাড়ে। ডিমগুলো প্রাকৃতিক উপায়ে বালুর মধ্যে রাখা হয়েছে। ৬৫ থেকে ৬৭ দিনের মধ্যে এসব ডিম থেকে বাচ্চা ফুটবে বলে জানিয়েছে সুন্দরবন বিভাগ। এ নিয়ে চলতি বছর প্রজনন মৌসুমে ৪টি বাটাগুর বাসকা প্রজাতির কচ্ছপ ৯৬টি ডিম পাড়ল। করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে প্রাপ্তবয়স্ক বাটাগুর বাসকা প্রজাতির কয়েকটি কচ্ছপের মধ্যে ২৮ ফেব্রুয়ারি রাতে প্রথম একটি কচ্ছপ ২৭টি ডিম পাড়ে। এরপর ৩ মার্চ রাতে একটি কচ্ছপ ২৩টি ডিম পাড়ে। ৫ মার্চ রাতে আরও একটি কচ্ছপ ২৩টি ডিম পাড়ে। শনিবার রাতে প্রজনন কেন্দ্রের পুকুর পাড়ে বালুর মধ্যে আরেকটি কচ্ছপ ২৩টি ডিম পাড়ে। সুন্দরবনের করমজলের বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের কর্মকর্তা আজাদ কবির জানান, বিলুপ্ত প্রজাতির ৮টি বাটাগুর বাসকা কচ্চপ সংগ্রহ করা হয়।

সর্বশেষ খবর