বুধবার, ২৪ মার্চ, ২০২১ ০০:০০ টা

দুর্বৃত্তের আগুনে পুড়ল যুবলীগ নেতার বাড়ি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার চাপিলাপাড়া গ্রামে এক যুবলীগ নেতার বসতবাড়ির ১০টি ঘর আগুনে পুড়েছে। কেউ হতাহত হয়নি। গত সোমবার চাপিলাপাড়া গ্রামে যুবলীগ নেতা জুবায়েদ আহম্মেদের বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও চাপিলাপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয়রা ও ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, প্রতিদিনের মতো রাতে তারা ঘুমিয়ে পড়েন। হঠাৎ প্রতিবেশিদের চিৎকার শুনে ঘর থেকে বাহিরে বের হওয়ার চেষ্টা করে জুবায়েদসহ তার পরিবার।

 তবে আগেই বাহির থেকে তার দরজা বন্ধ করে দিয়েছিল দুর্বৃত্তরা।  স্থানীয় লোকজন এসে দরজা খুলে তাদের উদ্ধারসহ আগুন নেভানোর চেষ্টা করেন। পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্ত জুবায়েদ আহম্মেদ বলেন, দীর্ঘদিন ধরে আশ্রয়ণ প্রকল্পের পুকুর নিয়ে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ চলছিল। এ ছাড়া আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) প্রার্থী। এসব কারণে প্রতিপক্ষরা বাড়িতে আগুন দিয়ে আমার পরিবারকে হত্যার চেষ্টা করেছে। আগুনে আমার নগদ টাকাসহ আলু, পিঁয়াজ, আসবাবপত্র, টিনসহ সবকিছু পুড়ে গেছে। নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রতন কুমার দেবনাথ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান ফায়ারের সদস্যরা। সেখানে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। নন্দীগ্রাম থানার ওসি মো. কামরুল ইসলাম বলেন, রাতেই ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর