শিরোনাম
বুধবার, ২৪ মার্চ, ২০২১ ০০:০০ টা

চোর আতঙ্কে ব্যবসায়ীরা

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলার রুহিয়ায় গত ৫ মাসে ১২টির বেশি দোকানে চুরির ঘটনা ঘটেছে। আতঙ্কে রয়েছেন ব্যবসায়ীরা। গত সোমবার রাতে রুহিয়ার মেসার্স মা মেডিকেল হল ওষুধের দোকানে চুরি হয়। রাতে দোকান বন্ধ করে মালিক বাসায় চলে যান। গতকাল সকালে দোকান খুলতে এসে দেখেন শার্টারের লকার ভেঙে ভিতরে থাকা নগদ টাকা ও ওষুধ নিয়ে গেছে চোরের দল।

ব্যবসায়ীদের অভিযোগ গত ৫ মাস ধরে রুহিয়ার বিভিন্ন বাজারে চুরির ঘটনা ঘটেই চলছে। রাতে  দোকান বন্ধ করে বাসায় গেলে সকালে এসে দেখি  দোকানের মালামাল সব চুরি হয়ে গেছে। প্রতিমাসে ১/২ টা চুরির ঘটনা ঘটছেই। প্রশাসনকে একাধিকবার অভিযোগ দেওয়ার পরেও চুরি ঠেকানো যাচ্ছে না। এভাবে চুরি হতে থাকলে তো ব্যবসা করা কঠিন হয়ে যাবে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু জানান, রুহিয়া বার বার চুরির বিষয়টি উপজেলা আইনশৃঙ্খলা সভায় উপস্থাপন করেছি। আশা করি প্রশাসন চুরি রোধে পদক্ষেপ গ্রহণ করবে। রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায় জানান, গত ৫ মাসে থানায় চুরির অনেক মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর