বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১ ০০:০০ টা

এনআইডিতে ছেলের জন্ম ৭১, মায়ের ৭২-এ

পাথরঘাটা প্রতিনিধি

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য অনুযায়ী বরগুনার পাথরঘাটায় রিজিয়া বেগমের চেয়ে তার ছেলে আনোয়ার হোসেন রিপন ১ বছর ৪ দিনের বড়। এ নিয়ে বিভ্রান্তিতে রয়েছে ওই পরিবারটি। এনআইডি’র তথ্য অনুযায়ী, পাথরঘাটা পৌরসভার ৮নং ওয়ার্ডের বাসিন্দা রিজিয়া বেগমের জন্ম তারিখ ৫ মার্চ ১৯৭২ এবং তার ছেলের আনোয়ার হোসেন রিপনের জন্ম তারিখ ১ মার্চ ১৯৭১।

বৃদ্ধা রিজিয়া বেগম বলেন, স্বাধীনের আগে বড় মেয়ে হয়েছে। স্বাধীনতা যুদ্ধের সময় মেঝ ছেলে আনোয়ার হোসেন রিপন জন্মগ্রহণ করেন। এখন বয়সের ভারে হাঁটাচলা করতে পারছেন না তিনি। আইডি কার্ডে দেখছি তার চেয়ে ছেলের বয়স ১ বছর ৪ দিন বেশি।

৮নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম কাকন বলেন, বিষয়টি দুঃখজনক। বিষয়টি সংশোধনের জন্য আবেদন করা হবে।

পাথরঘাটা উপজেলা নির্বাচন কর্মকর্তা আইউব আলী হাওলাদার বলেন, এরকমের ভুল আসলেই দুঃখজনক। তবে দেখতে হবে তাদের প্রয়োজনীয় কাগজপত্রে আসলে কি তথ্য রয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র দেখে সংশোধনের জন্য পাঠানো হবে।

সর্বশেষ খবর