বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১ ০০:০০ টা

শেষ কর্মদিবসে সম্মাননা দেওয়া হলো বাউবি উপাচার্যকে

গাজীপুর প্রতিনিধি

শেষ কর্মদিবসে কান্নার রোল পড়ে গেল। নীরব নিস্তব্ধ যেন সব! দূর থেকে একজন মালি এসে উপহার দিলেন তার বাগানের সবচেয়ে দৃষ্টিনন্দন, সুগন্ধি গোলাপটি। অনেকের চোখ ছলছল। অন্যদিকে, উপাচার্যের কনফারেন্স রুমে আয়োজন করা হয়েছে ‘সাফল্যের স্বর্ণগাঁথা ফিরে দেখা ৮ বছর’ শীর্ষক আলোচনা ও স্মৃতিচারণ সভা। সেখানে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সবাই অভূতপূর্ব সম্মাননা দেন তাঁকে। ফুল বিছিয়ে, লাল গালিচায়, কবিতা আবৃত্তির মধ্য দিয়ে সকালে উপাচার্যকে বরণ করা হয়। এভাবেই কাটে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এ মান্নানের শেষ কার্য দিবসটি। দূর প্রযুক্তির মাধ্যমে অংশগ্রহণ করেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. নাসিম বানু। জুম ওয়েবিনারে যুক্ত হন বাউবি’র সব কর্মকর্তা ও কর্মচারী। রেজিস্ট্রার ড. মোহা. শফিকুল আলমের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন ড. নাসিম বানু। সম্মাননাপত্র পাঠ করেন ডিন স্কুল অব এডুকেশন অধ্যাপক সুফিয়া বেগম। ২০১৩ সালের ২৪ মার্চ প্রথম মেয়াদে উপাচার্য হিসেবে যোগদেন।

সর্বশেষ খবর