শুক্রবার, ২৬ মার্চ, ২০২১ ০০:০০ টা

ভাঙা সেতুতে সীমাহীন দুর্ভোগ

খন্দকার একরামুল হক সম্রাট, কুড়িগ্রাম

ভাঙা সেতুতে সীমাহীন দুর্ভোগ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙা ইউনিয়নের পাটেশ্বরী সেতু। বিগত ৪ বছরেও পুনঃনির্মাণ হয়নি কয়েকবারের বন্যায় ভেঙে যাওয়া এ  সেতুটি। ফলে এ সেতুর সঙ্গে সংযুক্ত ৫ গ্রামের কয়েক হাজার মানুষের দুর্ভোগ এখন চরম আকার ধারণ করেছে। আরও রয়েছে নিকটবর্তী প্রাথমিক বিদ্যালয়ের সহস্রাধিক শিশু শিক্ষার্থীসহ এলাকার মানুষ। সংশ্লিষ্টরা জানান, এ সেতু পুনঃনির্মাণ দ্রুত করা না হওয়ায় এখানকার সাধারণ মানুষ বিক্ষোভে ফেটে পড়েছেন। এ সেতু দিয়ে পার্শ¦বর্তী পাটেশ্বরী, ধনিটারী, অন্তাইপাড়, রুইয়ারপাড় ও বড়মানী এ ৫ গ্রামের মানুষ ও ধনীটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহস্রাধিক শিশু শিক্ষার্থী চলাচল করে আসছে। কিš' ২০১৬ সালে বন্যার পানির তীব্র স্রোতে দ্বিতীয় দফা এ সেতুটির ফের ক্ষতিগ্রস্ত হয়। এর বড় অংশটি হেলে পড়ে যান চলাচলসহ মানুষজনের চলার অযোগ্য হয়ে পড়ে। মারাত্মক ঝুঁকিপুর্ণ হলেও এরপরও মানুষজন চলাচল অব্যাহত থাকে। পুনরায় বিগত ২০১৭ সালের বন্যায়  সেতুটি সম্পুর্ণরূপে ভেঙে ভেসে যায়। ফলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। চরম দুর্ভোগে পড়ে বিদ্যালয়ের সহস্রাধিক শিশু শিক্ষার্থীসহ ৫ গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ।

সর্বশেষ খবর